শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
দশ বছর পর কলকাতায় বসতে চলেছে আইপিএল ফাইনালের আসর।
সব ঠিকঠাক থাকলে আগামী ২১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৫। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হচ্ছে ৯ মার্চ। তার দিন ১২ পরেই বিশ্ব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টের আসর বসছে। গত বছর কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ায় এবার আইপিএলের ফাইনাল হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।
আগামী ২৫ মে ইডেনে হবে আইপিএল ফাইনাল। শেষবার ২০১৫ আইপিএলের ফাইনাল হয়েছিল ইডেনে। সেবার ইডেনে ধোনিদের হারিয়ে আইপিএল খেতাব জিতেছিল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ন্স। এবার নিয়ে তিনবার আইপিএলের ফাইনাল কলকাতায় হবে। প্রথমবার কলকতায় আইপিএলের ফাইনাল হয়েছিল ২০১৩ সালে। কলকাতায় যে দুবার আইপিএল ফাইনাল হয়, সেই দুবারই খেলেছিল মুম্বই ইন্ডিয়ন্স আর চেন্নাই সুপার কিংস। আর দুবারই কাপ জিতেছিল মুম্বই। ক’দিন পরেই ইডেনে খেলতে দেখা যাবে টিম ইন্ডিয়াকে। আগামী ২২ জানুয়ারি ভারত বনাম ইংল্যান্ড টি-২০ সিরিজের প্রথম ম্য়াচ আয়োজিত হবে কলকাতায়।
গতবারের আইপিএল
প্রসঙ্গত, গতবার আইপিএল শুরু হয়েছিল ২২ মার্চ। আর ফাইনাল হয়েছিল ২৬ মে, চেন্নাইয়ে। সান রাইজার্সকে ফাইনালে হারিয়ে তৃতীয়বার তাদের আইপিএল খেতাব জিতেছিল কলকাতা নাইট রাইডার্স।