প্রতিটি জেলায় একটি করে ছোট করে মার্কেট কমপ্লেক্স তৈরী করে স্বনির্ভর গোষ্ঠীর হাতে সেই মার্কেট কমপ্লেক্স দিয়ে দেওয়া হবে। যেখানে তারা ৩৬৫ দিন তাদের তৈরী পণ্য বাজারজাত করতে পারবে।
প্রথম পর্যায়ে যে সাতটি জেলায় এই মার্কেট কমপ্লেক্স হবে তার মধ্যে হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমায় এই ধরনের মার্কেট কমপ্লেক্স তৈরী করা হবে বলে জানান রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। মঙ্গলবার বিকালে উলুবেড়িয়া ২ নং ব্লকের করাতবেড়িয়ায় জেলা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে এবং হাওড়া জেলা প্রশাসন ও উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের উদ্যোগে আয়েজিত হাওড়া জেলা সবলা মেলার উদ্বোধন করতে এসে এই কথা বলেন মন্ত্রী পুলক রায়।
এদিন মন্ত্রী পুলক রায় বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে তৈরী জিনিসপত্র মেলার মাধ্যমে সাধারন মানুষের কাছে বিক্রি করার উদ্দ্যেশে সরকারের পক্ষ থেকে এই সবলা মেলা করা হচ্ছে।
এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়, জেলাশাসক পি দীপাপাপ্রিয়া, বিধায়ক নির্মল মাজি, বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস। মেলায় ৩০টি স্টল আছে। মেলা চলবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত।