কলকাতা সারাদিন বিজনেস ডেস্ক।
পশ্চিমবঙ্গের পোশাক শিল্পে নতুন উদ্দীপনা ও বাণিজ্যিক সম্ভাবনার দ্বার খুলে দিল পশ্চিমবঙ্গ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (WBGMDA)। সংস্থার উদ্যোগে কলকাতার সায়েন্স সিটিতে শুরু হয়েছে ৫৯তম গার্মেন্টস ক্রেতা ও বিক্রেতা সম্মেলন এবং B2B এক্সপো ২০২৬, যা চলবে ৫ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত। তিন দিনব্যাপী এই বৃহৎ আয়োজনটি প্রায় ২ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে।
৬১ বছরের ঐতিহ্যবাহী WBGMDA আয়োজিত এই এক্সপোতে অংশ নিয়েছে ১,০০০-রও বেশি জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড। শিশু, পুরুষ ও মহিলাদের তৈরি পোশাকের বিশাল সম্ভার নিয়ে এই মেলাটি কার্যত একটি পূর্ণাঙ্গ পাইকারি বাণিজ্য কেন্দ্রের রূপ নিয়েছে। আয়োজকদের অনুমান, এই সম্মেলন ও এক্সপোর মাধ্যমে প্রায় ১,৫০০ কোটি টাকার বাণিজ্যিক লেনদেন হতে পারে, যা রাজ্যের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের দমকল বিভাগের প্রতিমন্ত্রী শ্রী সুজিত বসু। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতার ডেপুটি মেয়র শ্রী অতীন ঘোষ, কাউন্সিলর ও বরো কো-অর্ডিনেটর শ্রীমতি রেহানা খাতুন এবং পোশাক শিল্পের একাধিক বিশিষ্ট প্রতিনিধি। WBGMDA-এর নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্বদের উপস্থিতি এই আয়োজনের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে।
WBGMDA-এর সভাপতি শ্রী হরি কিষাণ রাঠি বলেন,
“৫৯তম গার্মেন্টস বায়ার্স অ্যান্ড সেলার্স মিট ও B2B এক্সপো পশ্চিমবঙ্গের পোশাক শিল্পের শক্তি ও স্থায়িত্বের প্রতীক। এক হাজারের বেশি ব্র্যান্ডের অংশগ্রহণ প্রমাণ করে যে কলকাতা আজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গার্মেন্টস হাব হিসেবে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছে। এই এক্সপো কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সংস্থার সম্মানীয় সম্পাদক শ্রী দেবেন্দ্র বাইদ জানান,
“এবারের এক্সপো শুধু ঐতিহ্যবাহী B2B বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। পাইকারি বাজারের পাশাপাশি খুচরো ব্যবসাকেও যুক্ত করে আমরা একটি সমন্বিত ব্যবসায়িক প্ল্যাটফর্ম তৈরি করেছি। নেটওয়ার্কিং, উদ্ভাবন এবং বড় আকারের বাণিজ্যের জন্য এটি একটি অনন্য সুযোগ।”

১৯৬২ সালে প্রতিষ্ঠিত WBGMDA পূর্ব ভারতের অন্যতম প্রভাবশালী গার্মেন্টস সংস্থা। বর্তমানে ৫৭০-রও বেশি সদস্য নিয়ে সংস্থাটি তৈরি পোশাক শিল্পের স্বার্থরক্ষা, নীতি সহায়তা, ব্যবসায়িক সংযোগ এবং সামাজিক উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। প্রতিবছর দু’বার আয়োজিত এই গার্মেন্টস বায়ার্স অ্যান্ড সেলার্স মিট পশ্চিমবঙ্গকে জাতীয় ও আন্তর্জাতিক পোশাক বাজারের মানচিত্রে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করছে।