ব্রেকিং
Latest Posts
KMC Road Extension Kolkata : চওড়া হচ্ছে কলকাতার রাস্তা, যানজটে নাকাল কলকাতাবাসীর সুবিধার্থে চওড়া হচ্ছে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তাCalcutta Highcourt SSC tainted list : ‘চিহ্নিত অযোগ্যদের নাম ইন্টারভিউ এর তালিকা থেকে বাদ দিতে হবে’ স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ কলকাতা হাইকোর্টেরSuvendu attacks Mamata on SIR panic : ‘তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে, এসআইআর আতঙ্ক এবং আত্মহত্যা রোগ’ মমতাকে তীব্র কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দুরOdisha Bengali migrant detention : ওড়িশায় বাংলায় কথা বলায় আটক ১০ বাঙালি হকার! মমতার সাহায্য প্রার্থনা—বিতর্কে ডাবল ইঞ্জিন সরকারSIR BLO Suicide Mamata Reaction : এসআইআর চাপের জেরে বিএলও আত্মহত্যা, কেন্দ্র ও নির্বাচন কমিশনকে কড়া আক্রমণ মমতার
  • Home /
  • এন্টারটেইনমেন্ট /
  • Srabanti Chatterjee Trending : “বাংলার সানি লিওন” অফশোল্ডার বডিহাগিং ডিপনেক পোশাকে ছবি পোস্ট করতেই তীব্র ট্রোলের মুখে Bong Crush শ্রাবন্তী চ্যাটার্জী

Srabanti Chatterjee Trending : “বাংলার সানি লিওন” অফশোল্ডার বডিহাগিং ডিপনেক পোশাকে ছবি পোস্ট করতেই তীব্র ট্রোলের মুখে Bong Crush শ্রাবন্তী চ্যাটার্জী

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। কলকাতায় শীত পড়তে না পড়তেই ভক্তদের ঘাম ঝরাতে নতুন ফটোশুটের ছবি পোস্ট করলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তী নিজের এই ছবি পোস্ট করা মাত্রই পোস্টের নিচে ট্রোলিংয়ের বন্যা বয়ে যায়। জীবনে অনেক ঝড়-ঝাপটা পেরিয়েছেন শ্রাবন্তী।....

Srabanti Chatterjee Trending : “বাংলার সানি লিওন” অফশোল্ডার বডিহাগিং ডিপনেক পোশাকে ছবি পোস্ট করতেই তীব্র ট্রোলের মুখে Bong Crush শ্রাবন্তী চ্যাটার্জী

  • Home /
  • এন্টারটেইনমেন্ট /
  • Srabanti Chatterjee Trending : “বাংলার সানি লিওন” অফশোল্ডার বডিহাগিং ডিপনেক পোশাকে ছবি পোস্ট করতেই তীব্র ট্রোলের মুখে Bong Crush শ্রাবন্তী চ্যাটার্জী

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। কলকাতায় শীত পড়তে না পড়তেই ভক্তদের ঘাম ঝরাতে নতুন ফটোশুটের ছবি....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। 

কলকাতায় শীত পড়তে না পড়তেই ভক্তদের ঘাম ঝরাতে নতুন ফটোশুটের ছবি পোস্ট করলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

শ্রাবন্তী নিজের এই ছবি পোস্ট করা মাত্রই পোস্টের নিচে ট্রোলিংয়ের বন্যা বয়ে যায়।

জীবনে অনেক ঝড়-ঝাপটা পেরিয়েছেন শ্রাবন্তী। সামলেছেন ব্যঙ্গ, বিদ্রুপ, কটাক্ষ। এত কিছুর পরও নিজের শর্তে বাঁচাকেই প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী। তাঁর সেই আত্মবিশ্বাসই যেন ছবিতে ফুটে উঠেছে।

MouniRoy Fashion : ডিপনেক ব্যাকলেস পোশাকে প্রায় উন্মুক্ত বক্ষবিভাজিকা! সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন Bong Crush মৌনী রায়

ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে টলি পাড়ায় তাঁকে নিয়ে আলোচনা লেগেই থাকে। স্বামী রোশন সিংহর (Roshan Singh) সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের জল্পনা নিয়ে চর্চা তো ছিলই।

 

শিশুশিল্পী হিসেবে টলিউডে কেরিয়ার শুরু করেছিলেন শ্রাবন্তী। নিজের অভিনয়ের জোরেই গ্ল্যামার জগতে প্রতিষ্ঠা পেয়েছেন।

Disha Patani Deep Cleavage : “সিনেমা জুড়ে দিশার গভীর ক্লিভেজ দেখানো যাবেনা” Bollywood Actress দিশা পাটানির ক্লিভেজ ঢাকার নির্দেশ সেন্সর বোর্ডের

শ্রাবন্তী চ্যাটার্জি ১৯৯৭ সালে শিশুশিল্পী হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। এরপর ২০০৩ সালে ‘চ্যাম্পিয়ন’ সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে দেখা যায় তাকে। এতে জিতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। তারপর অনেক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

কলকাতার পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয় শ্রাবন্তী চ্যাটার্জি। ২০১৬ সালে অভিনেতা শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘শিকারী’ সিনেমায় অভিনয় করেন তিনি। এটি যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এছাড়া ‘যদি একদিন’ সিনেমায় গায়ক-অভিনেতা তাহসান খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন শ্রাবন্তী।

আগামীতে বাংলার দোর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞী দেবী চৌধুরানীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবিতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

 

ক্যামেরার সামনে বরাবর বিন্দাস অভিনেত্রী। সোশাল মিডিয়াতেও তার প্রতিফলন দেখা যায়। নানা সময়ে নিজের ছবি দিয়ে অনুরাগীদের মন জয় করে দিয়েছেন টলি বিউটি। ছবি: ইনস্টাগ্রাম।

 

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সৌন্দর্য দেখেই প্রেমে পড়ে যান তাঁর অনুরাগীরা। যখন তিনি কোনও সুন্দর লুক উপহার দেন, তখন অভিনেত্রীর থেকে চোখ ফেরাতে পারেন না কেউ। কখনও বোল্ড ড্রেসে তাক লাগিয়ে দেন। আবার শাড়িতেও তাঁর হটনেস দেখে মাথা ঘুরে যায় অনুরাগীদের। এক একটি হট লুকে লাইমলাইট কেড়ে নেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

 

সম্প্রতি ইনস্টাগ্রামে(Srabanti Chatterjee Instagram) এক একটি দুর্দান্ত আউটফিটে ছবি শেয়ার করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর প্রতিটি লুকেই তাঁকে দেখাচ্ছে অসাধারণ।

 

অফশোল্ডার বডিহাগিং ডিপনেক আউটফিটে শ্রাবন্তীকে এতটাই হট দেখাচ্ছে যে, তাঁর প্রতিটি ছবি বারবার দেখার ইচ্ছে হবেই। বডিহাগিং ডিপনেক আউটফিটে শ্রাবন্তীর সেক্সি অবতার দেখে প্রশংসা করতেই হয়।

শ্রাবন্তী যতবারই বোল্ড আউটফিট পরে ফটোশ্যুট করেছেন, প্রত্যেকবারই তাঁর লুক ছিল দেখার মতো। প্রত্যেকবারই বাজিমাত করেছেন তিনি। এত সুন্দর করে প্রতিটি আউটফিট ক্যারি করেন, যা তাঁর ফিগারকেও কমপ্লিমেন্ট দেয়। দুর্দান্ত এক একটি লুক উপহার দেন শ্রাবন্তী।

 

একজন নেটিজেন আবার লিখেছেন, “শ্রাবন্তী চ্যাটার্জী হলেন এখন বাংলার সানি লিওন।”

পাশাপাশি রয়েছে বেশ কিছু কুৎসিত মন্তব্য। যেখানে কার্যত বাঙালি অভিনেত্রী শ্রাবন্তীকে পর্নস্টারদের সঙ্গে তুলনা করে যৌন ইঙ্গিত পূর্ণ মন্তব্য করতে পিছপা হননি শ্রাবন্তীর ভক্তরা।

আজকের খবর