সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
১৪ জন ভাই-বোন ছিল নেতাজির। সুভাষ চন্দ্র বসু ছিলেন ভারতীয় জাতীয়তাবাদী ও ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন বিশেষ সংগ্রামী। তিনি ১৮৯৭ সালে ওড়িশার, বঙ্গ প্রদেশের কটকে জন্মগ্রহণ করেছিলেন। তার ১৪জন ভাইবোন ছিল। তিনি মাত্র ১৬ বছর বয়সে তিনি স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণের রচনাগুলো পড়ে ফেলেছিলেন।
ছোট থেকেই একজন মেধাবী ছাত্র ছিলেন সুভাষ চন্দ্র বসু। তিনি স্কুল ও বিশ্ববিদ্যালয়ে সব সময় শীর্ষ স্থানে থাকতেন। তাঁর মেধা ও বুদ্ধি সর্বদা প্রশংসিত হত। তিনি স্কচিশ চার্চ কলেজে দর্শনশাস্ত্রে বিএ পাশ করেন ও সেখানেও ফাস্ট ক্লাসজ্জ পেয়েছিলেন। তাঁর মেধা, বুদ্ধি আর তাঁর ব্যক্তিত্ব সকলের কাছে প্রশংসার ছিল।
১৯১৯ সালে তিনি ভারতীয় সিভিল সার্ভিসের পরীক্ষায় চতুর্থ স্থান দখল করেন। তবে তিনি এই চাকরি থেকে ইস্তফা দিয়ে দেন। এরা আগে ১৯২০ ও ১৯৩০-র শেষ সময় পর্যন্ত তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা ও ১৯৩৮ এবং ১৯৩৯ সালে কংগ্রেসেরে সভাপতি হন।
মতভেদের কারণে কংগ্রেসের পদ থেকে তাঁকে বহিঃস্কার করা হয়। মোহনদাস করমচাঁদ গান্ধী ও কংগ্রেসের হাইকমান্ডের সঙ্গে মতপার্থক্যের কারণে ১৯৩৯ সালে কংগ্রেসের বিদেশী ও অভ্যন্তরীণ নীতিগুলোকে প্রকাশ্যে আক্রমণ করেন তিনি। এতে শুরু হয় অন্তঃদ্বন্দ্ব। তারপর তাকে কংগ্রেসের পদ থেকে বহিঃস্কার করা হয়।