সুমন তরফদার। কলকাতা সারাদিন।
বাংলা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে সমস্ত ধরনের সরকারি পরিষেবার সুযোগ সুবিধা।
সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া নিয়ে যাতে কোনও অভিযোগ না হয় সেটা নিশ্চিত রাখবেন। জেলাশাসকদের নির্দেশ মুখ্য সচিব মনোজ পন্থের। মানুষের পাশে দাঁড়াতে হবে। যে কোনও রকম সমস্যায়, বিপদে পাশে দাঁড়াতে হবে। জেলাশাসকদের বললেন মুখ্য সচিব। সব মানুষ পরিষেবা পাচ্ছেন নাকি সেটা আরও নিখুঁতভাবে দেখতে হবে আপনাদের। জেলাশাসকদের নিয়ে আজ ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব। নবান্ন সূত্রে খবর এই বৈঠকে পরিষেবা দেওয়া নিয়ে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
জল জীবন মিশনের কাজ নিয়েও এদিন মূল্যায়ন করেন মুখ্যসচিব। পানীয় জল পরীক্ষা করার ওপর আরও বেশি জোর দিতে হবে। বৈঠকে বললেন মুখ্য সচিব। এদিকে, দ্রুত আবাস যোজনা নিয়ে ফের সমীক্ষা রাজ্যে। জেলাশাসকদের বৈঠকে বললেন রাজ্যের পঞ্চায়েত সচিব। ২০২৩ সালে যে সমীক্ষা হয়েছিল, সেই সমীক্ষা ফের করতে হবে। কীভাবে সমীক্ষা করতে হবে, তার এসওপি খুব তাড়াতাড়ি দেওয়া হবে। বৈঠকে উপস্থিত থেকে জেলাশাসকদের বললেন রাজ্যের পঞ্চায়েত সচিব। প্রসঙ্গত, আবাস যোজনার টাকা রাজ্য নিজেই দেবে বলে ইতিমধ্যেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর আজ, বুধবার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে আগামী ১৪ সেপ্টেম্বর রাজ্যে পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে। এই দিনটি করম পুজো পালনের জন্য নির্ধারিত হয়েছে। সেদিন রাজ্য সরকারের অধীনস্থ সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মচারী, ছাত্র-ছাত্রী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা করম পুজোর উৎসবে অংশগ্রহণ করতে পারবেন। ১৪ সেপ্টেম্বর, শনিবার পূর্ণদিবস ছুটির ঘোষণা রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে, যা পুজোর আনন্দকে আরও বৃদ্ধি করবে।