শোভন গায়েন। কলকাতা সারাদিন।
লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত বলছেন অবশ্য়ই তাঁর পাখির চোখ অবশ্য়ই প্রথম ছয়। তাঁর সংযোজন, ‘দেখুন একটা ভালো মুহূর্তে রয়েছি আমরা। একই কোচ পর পর দুই মরসুমে দায়িত্বে রয়েছেন। ট্রেভর মরগ্যানের সময়ের পর এই রকম আর হয়নি।
আমরা কোর টিমটা ধরে রেখেছি। যেমন ধরুন ক্লেটন, মহেশ, হিজাজি ও সৌভিকরা রয়েছে। বহু বছর আমাদের প্রায় একই দল এক সঙ্গে ৩৫টা ম্যাচ খেলেছে। জানি সামনে কঠিন চ্য়ালেঞ্জ রয়েছে। তবে সুপার ফোরে যা খুশি হতে পারে। এরকম পর্যায়ে সব দলই এক। দেখুন না ডুরান্ড ফাইনালে মোহনবাগান ফেভারিট ছিল, কিন্তু জিতল নর্থ ইস্ট। কঠিন লড়াইয়ের জন্য আমরা তৈরি আছি।’
এবার ইস্টবেঙ্গলের রক্ষণে মোহনবাগানের দুই প্রাক্তন। আনোয়ারের সঙ্গে জুড়বেন হেক্টর ইয়ুস্তে। তিনি আনোয়ারের সঙ্গে ফের জুটি বাঁধতে মুখিয়ে। তিনি বলেন, ‘আনোয়ার লিগের সেরা ডিফেন্ডার। আবার ওর সঙ্গে খেলব আমি।’
আনোয়ারকে পেয়ে লাল-হলুদ লাভবান হয়েছে বলেই জানিয়েছেন কুয়াদ্রাত। তিনি বলেছেন, যেভাবে জাতীয় দলের তারকা ডিফেন্ডারকে ব্যবহার করলে তাঁরা সবচেয়ে বেশি লাভবান হবেন, সেভাবেই আনোয়ারকে ব্যবহার করবেন। কুয়াদ্রাতও খুশি হয়েছেন মহামেডান অংশ নেওয়ায়।