রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
আর জি কর কান্ড মিটতে না মিটতেই এবারে টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিতে থ্রেট কালচার সহ কাস্টিং কাউচ ও অন্যান্য দুর্নীতি নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
গতকাল একই হুশিয়ারি দিয়েছিলেন আর এক অভিনেত্রী সুদীপ্তা।
আজ সোমবার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির একের পর এক দুর্নীতির কথা তুলে ধরে বড়সড়ো আন্দোলনের ডাক দিয়ে লিখেছেন, “Directors Association Of Eastern India এর বক্তব্য:
নমস্কার,
এ রাজ্যের সকল সিনেমাকর্মী, টেলিভিশনকর্মী, ওটিটি, শর্ট ফিল্ম, বিজ্ঞাপন নির্মাতা ও আমাদের কাজের যারা দর্শক, সেই নাগরিক সমাজকে কিছু কথা জানানোর খুবই দরকার।
জল অনেকদিন ধরেই বাড়ছে, এখন বিপদ ঘন্টা বেজে গেছে, রাজ্যের গ্রামাঞ্চলেও, আমাদের কর্মস্থলেও।
একটি মর্মান্তিক ঘটনা :
আমাদের সহকর্মী এক কেশ বিন্যাস শিল্পী কাল রাতে নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করার চেষ্টা করেন।
কারণ, তিনি ফেডারেশন( FCTWEI) ও ফেডারেশন অন্তর্ভূক্ত ওঁর গিল্ড সিনে এন্ড ভিডিও হেয়ার স্টাইলিস্ট এসোসিয়েশন এর গনতান্ত্রিক পদ্ধতি নিয়ে কিছু প্রশ্ন তোলায় তাঁকে কাজ থেকে আড়াই মাস মতো সাসপেন্ড করা হয়, তাঁর প্রাক্তন স্বামী অসুস্থ হওয়ায় তিনি তাঁর শুশ্রুষার ভার নেন, তিনি একাই তাঁর ছোট মেয়ের কলেজের পড়াশুনো চালান কাজ করে, এই সাসপেনশনের ফলে পরিবার দেনাগ্রস্থ হয়ে পড়ে। ভয়ঙ্কর আর্থিক সংকটের মুখোমুখি হন তিনি ও তাঁর পরিবার । এমন সময় তার সাসপেনশন এর মেয়াদ শেষ হয়, এরপর আসে মড়ার ওপর খাঁড়ার ঘা। ওঁর গিল্ড ওঁকে জানায় উনি কাজ করতে পারবেন, তবে শুধুমাত্র তাদেরই বলে দেওয়া কাজে তিনি যোগদান করতে পারবেন,নিজের ইচ্ছানুসারে কাজ নিতে পারবেন না। এবং যদি এরপর ফেডারেশনের কর্মপদ্ধতি বা গিল্ডের নিয়ম কানুন নিয়ে কোনো সমালোচনামূলক মন্তব্য বা আলোচনা করেন, তবে আরো কড়া পদক্ষেপ নেওয়া হবে। আমাদের সহকর্মী একটি সুইসাইড নোট লেখেন, তাতে নিজের এই চরম সিদ্ধান্তের জন্য যাদের দায়ী করেন,তারা প্রায় প্রত্যেকেই সিনে ও ভিডিও হেয়ার স্টাইলিস্ট এসোসিয়েশন এর সদস্য ও পদাধিকারী।
তবে আমরা, ইন্ডাস্ট্রির মানুষেরা সকলেই জানি, ফেডারেশন এর আওতায় এই ২৬ টি আলাদা গিল্ড আদপে পাপেট, ফেডারেশনের মূল কার্যকরী কমিটির অঙ্গুলিহেলনে ও চাপে তারা এই সমস্ত ভ্রান্ত, আইন বিরুদ্ধ, খাপ পঞ্চায়েত সুলভ অনৈতিক, নিষ্ঠুর সিদ্ধান্ত বলবৎ করতে বাধ্য থাকেন।
*এই দাদাদের আপন দেশে, আইন কানুন সর্বনেশে*:
কারা বা কী এই ফেডারেশন। অত্যন্ত জরুরি এক সংগঠন। ট্রেড ইউনিয়ন। যারা বিনোদন শিল্পের কলাকুশলীদের কাজ করে টাকা পাওয়ার নিশ্চয়তার, কাজের পরিবেশের, সম্মানের ও স্বাস্থ্যের স্বার্থে কাজ করেন। যাকে ছোট করে welfare organisation বলা চলে।
কিন্তু,কোনো শিল্পীকে তিন মাস কেন, তিন মিনিট সাসপেন্ড করার অধিকার এই সংগঠনের নেই। কীভাবে ,কতজন কলাকুশলী নিয়ে কতক্ষণ কাজ হবে….এক কথায় একটা ইন্ডাস্ট্রির কর্ম পদ্ধতি কী,তা ঠিক করার এক ছটাক অধিকার এই সংগঠনের নেই। আমাদের দেশে নিয়ম নীতি তৈরি হয় সংসদে, আইনি তদারকী তে। এসব জানা সত্ত্বেও সংসদীয় ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পাড়ার ক্লাব বা আপিস চালানোর কায়দায় তারা দিনের পর দিন এই কান্ড ঘটিয়ে চলেছেন। সম্পূর্ণ আইনি এক্তিয়ারের বাইরে গিয়ে। কীভাবে? ???
*গায়ের জোরে*
*ক্ষমতার জোরে*
*বেআইনি উপায়ে*
এবং এদের এই তুঘলকী কাজের কায়দা যে সম্পূর্ণ বেআইনি, তা প্রমাণ করতে কোনো গোয়েন্দা সংস্থা লাগবে না, যে কোনো উকিলকে তার চেম্বারের দরজা থেকে জিজ্ঞেস করলেই তিনি বলে দেবেন। এসব সত্ত্বেও এতজন কলাকুশলী এসব মেনে নিয়ে চলেন কেন !! চিরকালীন সহজ সত্য। দিন মজুরিতে যারা কাজ করেন, তাদের নিরাপত্তাহীনতায় ধুয়ো দিয়ে তাদের ভয় দেখানো ও ভোলানো। তাদের কাছে ঈশ্বর হয়ে ওঠা। এই জিনিস চলতে চলতে আজ আমাদের সহকর্মী একেবারে মৃত্যুর চৌকাঠ অবধি পৌঁছে গেছেন।
বলে রাখি, আমাদের সহকর্মী এখন বিপদের বাইরে। বাঙ্গুর হাসপাতাল থেকে তাঁকে বাড়ি পাঠালেও ওঁর মানসিক নির্যাতনের জন্য নিয়মিত ট্রমা কাউন্সেলিং দরকার!
আজ আমাদের সহকর্মী মর্মান্তিক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছিলেন, তাই আমাদের শঙ্কা স্বাভাবিক, কিন্তু এরকম ঘটনা নতুন নয়। যে দম বন্ধ করা, কুৎসিত, নিরাপত্তাহীন ও হিংস্র পরিবেশ গড়ে তোলা হয়েছে কতিপয় কমিটি মেম্বারদের মৌরসি পাটটা বজায় রাখতে, তাদের ক্ষমতা ও খামখেয়ালীপনাকে তুষ্ট করতে, তা এই ইন্ডাস্ট্রি তে শিল্প নির্মাণের পরিবেশের বারোটা বাজিয়ে ছেড়েছে।
আমরা সকল সহকর্মী দের কাছে আবেদন রাখছি, আপনারা কে কোন গিল্ডের, কোন সংগঠনের এসব বিচার না করে আসুন, আমরা একসঙ্গে এই অশুভ আতাঁত এর বিরুদ্ধে রুখে দাঁড়াই। আজ না দাঁড়ালে আর কোনদিনই পারব না। সময় এসেছে টেকনিশিয়ানদের মঙ্গল করার ভনিতার আড়ালে এই বেআইনি কার্যকলাপে লিপ্ত মানুষদের আসল রূপ চিনে নেওয়ার।
ঢাকঢোল পিটিয়ে *সুরক্ষা বন্ধু* ঘোষণার কয়দিনের মধ্যে আমাদের বন্ধু সহকর্মী হতাশায় আর মানসিক যন্ত্রণায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।
যাদের সিদ্ধান্তে এই ঘটনা ঘটল, সত্ত্বর তাদের অপসারণ আমরা চাই । চাই সমস্ত বেআইনি নিয়ম বাতিল হোক।
আমরা চাই, আমাদের কর্মক্ষেত্র ভয়হীন হোক। পক্ষপাত মুক্ত হোক, তুঘলকী শাসনের অবসান হোক।
https://www.facebook.com/share/vpVGYb1A3NdjosZo/?mibextid=xfxF2i
সমস্ত বিভাগের আলোচনা ও সত্যি অর্থে গনতান্ত্রিক পদ্ধতিতে নতুন করে ফেডারেশনের কলেবর বদল করা হোক। চলচ্চিত্র, টেলিভিশন কর্মীদের welfare ও পরিবেশ রক্ষা হোক তাদেরই কর্মী দের মাধ্যমে, স্বচ্ছ আইনি ভিত্তিতে, সকলের স্বার্থ দেখে।
এই বিষবৃক্ষ উপড়ে ফেলার সময় এসেছে। নতুন বৃক্ষরোপণের সময় এসেছে। সকলে হাত বাড়ান।”