কালীপূজো উপলক্ষে তৈরি করা হয়েছিল পুজো মন্ডপ, মূর্তি তৈরীর কাজও শেষ হয়ে গিয়েছিল, মধ্যরাতে মদ্যপ অবস্থায় পুজো মণ্ডপ সহ প্রতিমা ভেঙ্গে গুড়িয়ে চলে যায় একটি লরি। গোটা ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরায়।
চাঞ্চল্যকর ঘটনাটি নদীয়ার কৃষ্ণনগর কমার্স কলেজের সামনের একটি পুজো মন্ডপের। পুজো উদ্যোক্তাদের দাবি, সকালবেলা ঘুম থেকে উঠেই তাদের চক্ষু চরকগাছ হয়ে যায় পরিস্থিতি দেখে, এরপর পাশের বাড়িতে লাগানো একটি সিসি ক্যামেরা চেক করে দেখে লরিটি পুজো মণ্ডপ সহ প্রতিমা গুঁড়িয়ে দিয়ে চলে যায়।
যদিও থানায় অভিযোগ করলেও এখনো পর্যন্ত ঘাতক লরিটিকে ধরা সম্ভব হয়নি। তবে এই ঘটনায় আলোড়ন পড়ে যায় কৃষ্ণনগর জুড়ে।
সকাল থেকেই চলছে প্রাকৃতিক দুর্যোগ, এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে নতুন করে পূজো মন্ডপ তৈরি করবেন এবং কিভাবে প্রতিমা তৈরি করে আবার কালীপুজোর প্রস্তুতি করা হবে সেই নিয়ে দুশ্চিন্তায় পুজো উদ্যোক্তারা। এই মুহূর্তে প্রশাসনের সহযোগিতার দাবি করছেন এলাকার মানুষ।