প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।
অসংখ্য বিদেশী পর্যটক ভারতে ঘুরতে আসেন। কারণে এদেশের ঘোরার প্রচুর জায়গা রয়েছে। ঠিক তেমনই ভারতীয়রাও কিন্তু বিদেশের নানান জায়গায় ঘুরতে যান। বিদেশ মানেই আমাদের কাছে প্রথম মাথায় আসে পাসপোর্ট আর ভিসার কথা।
পাসপোর্ট, ভিসা ছাড়া বিদেশে যে ঘোরা যায় না বলেই আমরা সকলে জানি। তবে এমন অনেক দেশ রয়েছে, যে দেশগুলিতে ভারতীয়দের ভিসার কোনও প্রয়োজন নেই।
শুনে নিশ্চয়ই অবাক লাগছে! আপনিও যদি ঘুরতে যেতে চান কম খরচে, তাহলে এই জায়গাগুলোতে ঘুরতে যেতে পারবেন আপনিও। কিন্তু এখানে ভিসাও একদমই দরকার হবে না। জানুন কোন কোন জায়গায় ঘুরতে যাবেন আপনি।
থাইল্যান্ড
বিশ্বের মোট ২৬ টি দেশ রয়েছে, যেখানে ভারতীয়দের ভিসার কোনও প্রয়োজন নেই। যদিও বিভিন্ন দেশে তার সময়কাল কিন্তু পরিবর্তন হয়। যদি আপনি থাইল্যান্ডে যেতে চান তাহলে ৩০ দিনের জন্য ভিসা ছাড়াই থাইল্যান্ড ঘুরতে পারবেন। আর থাইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য যে অসাধারণ, তা নতুন করে বলার কিছু নেই। গ্র্যান্ড প্যালেস, খাও ইয়াই জাতীয় উদ্যান থাইল্যান্ডের একটি প্রধান পর্যটক আকর্ষণ, তাই এখানে গেলে অবশ্যই এখানে ঘুরতে যাবেন।
মালয়েশিয়া
আপনি যদি থাইল্যান্ড ছাড়াও মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখেন, তাহলেও কিন্তু ভিসা ছাড়াই যেতে পারবেন। তবে ৩০ দিনের বেশি যদি আপনি মালয়েশিয়ায় থাকেন তখন আপনার ভিসার দরকার হবে। ৩০ দিনের মধ্যে যদি এখানে ঘোরেন, তাহলে কিন্তু একদমই ভিসা দরকার হবে না। এখানে গেলে পাহাড়, জঙ্গল, বন্যপ্রাণী, সৈকত দেখতে পাবেন।
মাইক্রোনেশিয়া
যদি আপনি মাইক্রোনেশিয়াতে ঘুরতে যেতে চান তাহলে ভিসা ছাড়াই যেতে পারেন। ৩০ দিনের জন্য আপনি ভিসা ছাড়াই ঘুরতে যেতে পারবেন।
মরিশাস
আপনি যদি ভাবেন মরিশাস যাবেন তাহলে ৯০ দিনের জন্য ভিসা লাগবে না। কেনিয়াতেও ভারতীয় নাগরিকরা যদি যান, তাদের কিন্তু ৯০ দিনের জন্য ভিসা লাগে না। গাম্বিয়া, সেনেগালেও ঘুরতে গেলে আপনি ভিসা ছাড়াই যেতে পারবেন। তবে ৯০ দিনের বেশি কিন্তু সেখানে ঘুরতে পারবেন না। ৯০ দিনের বেশি যদি থাকেন, তাহলে আপনার ভিসার দরকার।
ভুটান
শুধু তাই নয়, ভুটানে আপনি ১৪ দিনের ভিসা ছাড়া ঘুরতে যেতে পারবেন। কাজাখস্তানের আপনি ১৪ দিনের জন্য যদি ঘুরতে যান, তাহলে ভিসা ছাড়াই যেতে পারবেন।
ফিজি
ফিজিতে ১২০ দিনের জন্য ঘুরতে গেলে ভিসা ছাড়াই ঘুরে আসুন। চলতি বছরের ৪ তারিখের পর থেকে জানা গেছে যে ভিসা ছাড়াই ঘোরা যাবে ইরান। তাহলে এই শীতে ঘুরতে যাবেন তো ইরানে!
ডোমিনিকা
আপনার কি ডোমিনিকায় ঘুরতে যেতে চান? তাহলে আপনি ভিসা ছাড়াই ঘুরতে পারবেন। তবে ছয় মাস অর্থাৎ ১৮০ দিন, যদি আপনি ঘুরতে যেতে চান তাহলে ভিসা ছাড়া ঘুরতে পারবেন। আর এই জায়গাগুলোর প্রাকৃতিক সৌন্দর্যে অসাধারণ। এখানে গেলে আপনারা ফিরে আসতে ইচ্ছা করবে না।