ব্রেকিং

SaifAliKhan Attacked : নিজের বাড়িতেই চোরের ছুরিতে আহত বলিউড সুপার হিরো সইফ আলি খান

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। বলিউড অভিনেতা সইফ আলি খানের উপরে হামলা। নিজের বাড়িতেই ছুরি দিয়ে হামলা হয় তাঁর উপর। পেটে ছুরির আঘাত লাগে। বর্তমানে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি সইফ। তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, মুম্বইয়ের এই ফ্ল্যাটে....

SaifAliKhan Attacked : নিজের বাড়িতেই চোরের ছুরিতে আহত বলিউড সুপার হিরো সইফ আলি খান

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। বলিউড অভিনেতা সইফ আলি খানের উপরে হামলা। নিজের বাড়িতেই ছুরি দিয়ে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। 

বলিউড অভিনেতা সইফ আলি খানের উপরে হামলা। নিজের বাড়িতেই ছুরি দিয়ে হামলা হয় তাঁর উপর। পেটে ছুরির আঘাত লাগে। বর্তমানে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি সইফ। তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, মুম্বইয়ের এই ফ্ল্যাটে করিনা ও দুই পুত্র-তৈমুর ও জাহাঙ্গিরকে নিয়ে থাকেন সইফ আলি খান।

জানা গিয়েছে, সইফ আলি খানের উপরে বুধবার রাতে হামলা করে এক চোর। রাত আড়াইটে নাগাদ চোর বাড়িতে ঢোকে।

আলমারি খুলে চুরি করছিল, এমন সময় শব্দ হয়। তাতে জেগে যান পরিচারকরা। তারা চিৎকার করলে চোর পালানোর চেষ্টা করে।

 

সেই সময়ই ঘর থেকে বেরিয়ে আসেন সইফ। চোরের সঙ্গে মুখোমুখি হয়ে যান তিনি। ভয় পেয়েই চোর সইফের উপরে হামলা করে। তাঁকে ছুরি মেরে পালায়। রক্তাক্ত অবস্থায় পতৌদির নবাবকে উদ্ধার করে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সইফ। তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

 

এদিকে, গোটা ঘটনায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। কী করে একজন সেলিব্রেটির বাড়িতে মধ্য রাতে চোর ঢুকে পড়ল এবং বলিউড অভিনেতার উপরেই ছুরি দিয়ে হামলা চালাল, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ জানানো হয়েছে। তারা চোরের খোঁজে তল্লাশি শুরু করেছে।

আজকের খবর