বিতস্তা সেন। কলকাতা সারাদিন।
বনগাঁর মেয়ে অরুনিতাকে মনে আছে নিশ্চই। ইন্ডিয়ান আইডল ১২ এর প্রতিযোগী অরুণিতা কানজিলাল বিজয়ী না হলেও গায়িকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন নিজের গানের দক্ষতা দিয়েই। ইতিমধ্যেই বলিউডেও কাজ করে ফেলেছেন। তবে তাকে নিয়ে বিতর্কেরও অন্ত ছিল না।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হতে দেখা যাচ্ছে অরুণিতার ছবি। তবে কোনো সাধারণ ছবি নয়। ছবিতে একনজর দেখলেই বোঝা যাচ্ছে প্রেগনেন্ট তিনি। তবে কি সত্যিই বিয়ের আগে প্রেগনেন্ট হয়েছেন অরুণিতা? ছবি ভাইরাল হতেই রীতিমত শোরগোল পরে গিয়েছে নেটপাড়ায়।
ভাইরাল ছবিগুলিতে দেখা যাচ্ছে শাড়ি পরে নিজের বেবিবাম্প ফ্লন্ট করছেন তিনি। যা দেখার পর নেটিজেনরা যেমন অবাক হয়েছেন তেমনি প্রশ্নও জেগেছে মনে। অনেকেই ভাবছেন অরুণিতা তো বিয়েই করেননি তাহলে প্রেগনেন্ট হলেই কিভাবে? তাছাড়া ছবিগুলিকে মধ্যে একটিতে দেখা যাচ্ছে পাশেই বসে রয়েছেন পবনদীপ রাজন। আর স্লেট বোর্ডে লেখা ‘ইটস এ গার্ল’। তাহলে ব্যাপারটা কি?
সত্যিই কি প্রেগনেন্ট অরুণিতা কাঞ্জিলাল?
সকলের উদ্দেশ্যে জানিয়ে রাখি অরুণিতার এই ছবিগুলো সম্পূর্ণ ফেক। কারণ এই ছবির কোনোটাই তিনি নিজে সোশ্যাল মিডিয়াতে শহরে করেননি। অরুণিতার টিম এদিন জানিয়েছে তিনি মোটেই প্রেগনেন্ট নন, আর এই ধরণের কোনো পোস্টও করেননি। এই সমস্ত ছবি আসলে ভুয়ো। যে ছবি ভাইরাল হয়েছে তা AI এর দ্বারা তৈরী করা হয়েছে। এই কাজটি সত্যিই লজ্জাজনক এর সাথে কোনো যোগাযোগ নেই অরুণিতার।
প্রসঙ্গত, এর আগেও ইন্ডিয়ান আইডল ১২ বিজেতা পবনদীপের সাথে নাম জড়িয়ে একাধিক জল্পনা রটে ছিল অরুণিতাকে নিয়ে। অনেকের ধারণা ছিল তাঁরা একেঅপরের সাথে সম্পর্কে রয়েছেন। তবে সেসব পুরোটাই গুজব শুধুমাত্র ভালো বন্ধু তাঁরা এটা স্পষ্ট জানিয়েছিলেন দুজনেই।