কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।
“এবার নন্দীগ্রামেও রাম মন্দির তৈরি করব আমরা। ৬ এপ্রিল রাম নবমীর দিন ভিতপুজো করে মন্দির তৈরির কাজ শুরু হবে।” অযোধ্যার পরে এবারে বাংলার নন্দীগ্রামে রাম মন্দির ঘোষণা করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
ঠিক এক বছর আগে অযোধ্যায় প্রতিষ্ঠা হয়েছে রাম মন্দির। ওই অনুষ্ঠানের বর্ষপূর্তি উপলক্ষ্যে এদিন নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিশেষ শোভাযাত্রার আয়োজন করেছিলেন স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী।
এক বছরের মধ্যে নন্দীগ্রামেও রাম মন্দির তৈরির কাজ শেষ হবে বলে জানান তিনি। শুভেন্দু জানান, নন্দীগ্রামের সোনাচূড়ায় তাঁর নিজের আড়াই বিঘা জমি রয়েছে। ওই জমিতে রাম মন্দির তৈরির পাশাপাশি আয়ুবের্দিক চিকিৎসা কেন্দ্র-সহ সনাতনীদের জন্য গেস্ট হাউস তৈরি করা হবে।
কয়েকদিন আগেই দিঘায় ‘জগন্নাথ ধামের’ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৫ সালের এপ্রিল মাসের অক্ষয় তৃতীয়ার দিন খোলা হবে ওই মন্দির। কাজও প্রায় শেষের দিকে। ঠিক উল্টো প্রান্তে হলদি নদীর পারে নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের সোনাচুড়া মৌজায় প্রায় আড়াই বিঘা জায়গার উপর গড়ে উঠবে রাম মন্দির, বুধবারই এ কথা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী।
বুধবার অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন হয় নন্দীগ্রামে। সনাতনীদের পক্ষ থেকে বিভিন্ন মন্দির পুজো দেওয়া হয়। এদিন গেরুয়া ধ্বজা হাতে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের ভেটুরিয়া থেকে রেয়াপাড়া শিব মন্দির পর্যন্ত পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী। পদযাত্রা শেষে মঞ্চে উঠেই ঘোষণা করেন রাম মন্দির তৈরির কথা।
এরপরই বিরোধী দলনেতার হুঁশিয়ারি, “গত বছর রেয়াপাড়া থেকে জেহাদিরা এসে হিন্দুদের ওপর অত্যাচার চালিয়ে গিয়েছিল। এখন আর সেই পরিস্থিতি নেই। নন্দীগ্রামের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছেন। তাই বলব- জেহাদিরা দেখে যা, হিন্দুদের ক্ষমতা।”
২২ জানুয়ারি ২০২৪ অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষ্যে গত বছরও নন্দীগ্রামে একাধিক কর্মসূচি নিয়েছিলেন বিরোধী দলনেতা। এদিন বর্ষপূর্তি উপলক্ষ্যে মিছিলে ১২০০ বাইক এবং হাজার টোটো উপস্থিত রয়েছে দাবি করে বিরোধী দলনেতা বলেন, “অযোধ্যায় রামের জন্মস্থান উদ্ধারের লড়াই করতে গিয়ে ৩ লক্ষ ৮৫ হাজার হিন্দু আত্ম বলিদান দিয়েছেন। অবশেষে মোদীর নেতৃত্বে গত বছর রাম মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে ৫০০ বছরের লড়াই শেষ হয়েছে। এবার দিকে দিকে হিন্দুদের ঐক্যবদ্ধ করতে হবে।”