কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।
বাংলা এবারের বাজেট অধিবেশনের পরেই বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমের সামনে দাবি করেছিলেন এর পরের বছর অর্থাৎ ২০২৬ সাল থেকে নাকি বাংলার বাজেট পেশ করবে বিজেপি সরকার।
অর্থাৎ ২০২৬ সালের বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির বাংলার ক্ষমতায় আসবে।
কিন্তু বাংলার ক্ষমতা তো দূরের কথা শুভেন্দু অধিকারী নিজে যে জেলায় জন্মেছেন এবং বড় হয়ে উঠেছেন সেই জেলাতে একটা সমবায় নির্বাচনেও জয় এনে দিতে পারলেন না তৃণমূলকে।
এবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের গড়কমলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচনে বিনা- প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল।
বৃহস্পতিবার ছিল মহিষাদলের গড়কমলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। যেখানে দেখা গেল মোট বারোটি আসনের সবকটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে শাসক দল তৃণমূলের প্রার্থীরা। জানা গিয়েছে, এই সমবায়ের মোট আসন ১২টি। আগামী ২৩ শে ফেব্রুয়ারি ছিল নির্বাচন। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সেখানে মোট ১২টি আসনের জন্য তৃণমূলের পক্ষ থেকে ১৩ টি ও বিজেপির পক্ষ থেকে ১৩ টি করে মোট ২৬টি মনোনয়নপত্র জমা পড়ে।
তবে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন দেখা গেল তৃণমূলের প্রার্থীরা বাদে সকলেই মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে এই সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে বোর্ড গঠনের পথে তৃণমূল বলা চলে।
বিজেপির রাজ্য কমিটির সদস্য তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “গড়কমলপুর সমবায় সমিতির জীর্ণ দশা ভোট করতে গেলে প্রায় লক্ষাধিক টাকা খরচা হবে, এই টাকা খরচ হলে সমবায় সমিতিটাই উঠে যাবে, তাই বিজেপির প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেছে, তৃণমূল চায় ভোটাভুটি করে এই সমবায় সমিতি তুলে দিতে।”
তৃণমূল নেতা সুমন সাঁতরা বলেন, “বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত পায়ের তলায় মাটি নেই নির্বাচন হলে হারবে জেনেই এই মনোনয়ন প্রত্যাহার করেছে।”
ব্যাঙ্ক ম্যানেজার প্রদীপ মাঝি বলেন, “সমবায় সমিতির অবস্থা খুব একটা ভাল নয়। সমিতির সদস্যরা বুঝেছে ভোট করে শুধু শুধু এত টাকা খরচা করে কোন লাভ নেই তাই বিজেপির পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে।”
উল্লেখ্য, এই সমবায় গড়কমলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। যা বর্তমানে তৃণমূলের দখলে। সংশ্লিষ্ট সমবায়ও আগে তৃণমূলের ছিল। ফলে ফের তৃণমূলের সমবায় দখলে বাড়তি অক্সিজেন পাচ্ছে শাসক শিবির।