সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
বড়সড় অস্বস্তিতে তৃণমূল নেতা কুণাল ঘোষ। আদালত অবমাননার একটি মামলায় এবার কলকাতা হাইকোর্টের জারি করা রুল নোটিশ পেলেন তৃণমূল নেতা। জানা গিয়েছে, কলকাতার নারকেলডাঙা থানার মাধ্যমে ওই রুল নোটিশ পৌঁছেছে কুণাল ঘোষের কাছে।
কুণাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। এবার সেই মামলাতেই কুণাল ঘোষ-সহ ৭ জনের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট। জানা গিয়েছে, কোন যুক্তিতে তাঁকে জেলে পাঠানো হবে না কিংবা কোনও শাস্তি দেওয়া হবে না সেই ব্যাপারে কুণাল ঘোষকে কারণ দর্শাতে বলেছে আদালত। আগামী ১৬ জুন বেলা সাড়ে ১২টায় কুণাল ঘোষকে হাইকোর্টের তিন সদস্যের বিশেষ বেঞ্চের সামনে সশরীরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সেই নোটিশে আরও বলা হয়েছে আদালতের অনুমতি ছাড়া ওই দিন তিনি আদালত থেকে বের হতে পারবেন না।
প্রসঙ্গত, সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত একটি মামলার শুনানি কেন দ্রুত হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামিমকে হেনস্থার অভিযোগ উঠেছিল চাকরিপ্রার্থীদের একাংশের বিরুদ্ধে। বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর কিছু মন্তব্য এবং স্লোগান দেওয়ারও অভিযোগ উঠেছিল বিক্ষোভকারীদের বিরুদ্ধে। সেই অভিযোগেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। কুণাল ঘোষ-সহ আরও ৭ জনের বিরুদ্ধে সেই মামলাতেই এবার রুল জারি করেছে আদালত।
রুল নোটিস কুণাল যে পেয়েছেন সে কথা স্বীকার করে নিয়ে কুণাল ঘোষ বলেন, “চাকরিপ্রার্থীরা আদালতের কাছাকাছি কোথাও বিক্ষোভ করেছিলেন। সেই জন্য একটা মামলায় কলকাতা হাইকোর্ট রুল জারি করে। হ্যাঁ আমি সেটা পেয়েছি। আমার স্থানীয় থানা মারফত সেটা দেওয়া হয়েছে। আমায় বলা হয়েছে ১৬ জুন বেলা সাড়ে বারোটায় সশরীরে উপস্থিত থেকে উত্তর দিতে। আদালতের অনুমতি ছাড়া সেখান থেকে না বেরতে।” এরপর তাঁর সংযোজন, “আমি কোর্টে যাব। এবং আদালতের অনুমতি নিয়েই সময় মতো বেরব।”
নিজেকে নির্দোষ দাবি করে কুণাল ঘোষ বলেন, “আমি কোনও অন্যায় করিনি। ঘটনার দিল ছিলামই না। আমি চিঠি পেয়েছি। আদালত যা বলছে সব মানব।” কুণাল এও বলেন, “আমার কাছে জানতে চাওয়া হয়েছে কেন আমায় কারাদণ্ড দেওয়া হবে না সেটা ব্যাখা করতে। আমি আদালতের প্রতি পূর্ণ আস্থা জানিয়ে বলছি, আমায় কেন গ্রেফতার করা হবে না, অন্য শাস্তি দেওয়া হবে না সেটা বিনয়ের সঙ্গে, আইনি ভাষায় পেশ করব। আর আদালতের অনুমতি নিয়েই বেরিয়ে আসব।”