শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
এবারের গরমের শুরুতেই বাংলাদেশের ইউনুস সরকার চালু করেছিল এই নিয়ম। এবারে চালু হচ্ছে ভারতেও।
গরমের (Heat) জ্বালায় নাজেহাল মানুষ। জুনেও (June) গরমের দাপট অব্যাহত। কিছু কিছু রাজ্যে চলছে তাপপ্রবাহ। কোথাও কোথাও আবার বর্ষা প্রবেশ করলেও অস্বস্তি কাটছে না। এই আবহে একমাত্র ভরসা এয়ার কন্ডিশন। আজকাল যে হারে গরম বাড়ছে তাতে ঘরে ঘরে বসানো হচ্ছে এসি। সাময়িক স্বস্তি পেতে টাকা জমিয়ে কষ্ট করে হলেও এসি কিনছেন অনেকে।
কিন্তু আর ইচ্ছেমতো এসি চালাতে পারবে না সাধারণ মানুষ। এবার এসির টেম্পারেচর নিয়ে কড়াকড়ির পথে কেন্দ্র। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর জানিয়েছেন, আগামীতে এসির তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে এবং ২৮ ডিগ্রীর উপরে করা যাবে না। এটা আপাতত কেন্দ্রের পরীক্ষামূলক ভাবনা বলে জানিয়েছেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী।
কত তাপমাত্রায় চলবে এসি? বলে দেবে কেন্দ্র
শুধু বাড়ি, অফিস কিংবা দোকানপাট নয়, গাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই একই নিয়ম। বিশ্ব উষ্ণায়ণের কথা মাথায় রেখেই এসির তাপমাত্রার উপর রাশ টানার সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র, এমনটাই বক্তব্য এক কেন্দ্রীর সরকারি আধিকারিকের। সরকার এই পদক্ষেপ করলে বিদ্যুতের অপচয় কমবে বলেও ওয়াকিবহল মহলের মত।

উল্লেখ্য, বর্তমানে ভারতীয় বাজারে যে সমস্ত এসি পাওয়া যায় তাতে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি করা থাকলেও ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সির দাবি, এসি সর্বোত্তম কাজ করে যদি তা ২৪ ডিগ্রি সেলসিয়াসে।