ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Road Safety Week 2025 Baruipur : বারুইপুরে সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫-এর সমাপ্তি অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে উদযাপিত

Road Safety Week 2025 Baruipur : বারুইপুরে সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫-এর সমাপ্তি অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে উদযাপিত

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। ০৮ জুলাই ২০২৫, বারুইপুর পুলিশ জেলার ট্রাফিক ইউনিটের উদ্যোগে “সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫”-এর সমাপ্তি অনুষ্ঠান এক বিশেষ উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়। এই উপলক্ষে একাধিক সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয়, যার মধ্যে ছিল র‍্যালি, নাটিকা এবং....

Road Safety Week 2025 Baruipur : বারুইপুরে সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫-এর সমাপ্তি অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে উদযাপিত

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Road Safety Week 2025 Baruipur : বারুইপুরে সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫-এর সমাপ্তি অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে উদযাপিত

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। ০৮ জুলাই ২০২৫, বারুইপুর পুলিশ জেলার ট্রাফিক ইউনিটের উদ্যোগে “সড়ক নিরাপত্তা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

০৮ জুলাই ২০২৫, বারুইপুর পুলিশ জেলার ট্রাফিক ইউনিটের উদ্যোগে “সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫”-এর সমাপ্তি অনুষ্ঠান এক বিশেষ উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়। এই উপলক্ষে একাধিক সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয়, যার মধ্যে ছিল র‍্যালি, নাটিকা এবং হেলমেট বিতরণ।

সচেতনতামূলক র‍্যালিতে স্কুল ও এনসিসি-র অংশগ্রহণ

সকালে শুরু হয় এক বর্ণাঢ্য সড়ক নিরাপত্তা র‍্যালি, যাতে অংশ নেয় স্কুলের ছাত্রছাত্রী এবং NCC ক্যাডেটরা। তাঁরা হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও স্লোগান নিয়ে পথচলতি মানুষকে ট্রাফিক নিয়ম মানার বার্তা দেন।

এই র‍্যালি সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে বিশেষভাবে কার্যকর হয়েছে।

Jyotirmoy Public School : পথ দুর্ঘটনা কমাতে ট্রাফিক সচেতনতার পাঠ সোনারপুরের জ্যোতির্ময় পাবলিক স্কুলে

নাটিকা ও হেলমেট বিতরণ কর্মসূচি

র‍্যালির পরে পরিবেশিত হয় একটি প্রাণবন্ত নাটিকা, যেখানে ট্রাফিক বিধি না মানার ফলে কী ধরনের বিপদ ঘটতে পারে তা জীবন্তভাবে তুলে ধরা হয়। নাটিকার মাধ্যমে বার্তা দেওয়া হয়— “নিয়ম মানলে সুরক্ষা, অবহেলায় বিপদ।”

এরপর সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়, বিশেষ করে বাইক আরোহীদের মধ্যে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ, কারণ হেলমেট ব্যবহারের অভাবেই অনেক প্রাণহানি ঘটে।

উপস্থিত ছিলেন প্রশাসনের বিশিষ্টরা

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী পলাশ চন্দ্র ঢালি, IPS, সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক, অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল), অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) সহ বহু প্রশাসনিক ও বিশিষ্ট ব্যক্তি। তাঁদের সক্রিয় উপস্থিতি এবং বার্তায় উঠে আসে— সড়ক নিরাপত্তা শুধুমাত্র প্রশাসনের দায়িত্ব নয়, বরং এটি আমাদের সকলের সম্মিলিত প্রয়াস।

নতুন ট্রাফিক সিগন্যালের উদ্বোধন

যান চলাচল আরও নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল করতে, এই দিন নরেন্দ্রপুর ট্রাফিক গার্ড-এর অধীনে তিনটি নতুন ট্রাফিক সিগন্যাল-এর উদ্বোধন করা হয়। এই উদ্যোগে নরেন্দ্রপুর অঞ্চলের যানজট সমস্যা অনেকটাই হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।

Road Safety Week 2025 BarUIPur উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান শুধুমাত্র উৎসব নয়, বরং সচেতনতার এক শক্তিশালী বার্তা। এই ধরনের উদ্যোগ জনসাধারণকে ট্রাফিক নিয়ম মানতে উদ্বুদ্ধ করে এবং দুর্ঘটনা কমাতে বড় ভূমিকা রাখে। রাজ্যের অন্যান্য অঞ্চলেও এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান ছড়িয়ে পড়ুক, এই আশা রাখে সচেতন নাগরিক সমাজ।

আজকের খবর