ব্রেকিং
Latest Posts
Mamata Protest Rally : ‘আমি কোনও অন্যায় করিনি, গতকাল যা করেছি তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে করেছি’ ইডি তল্লাশিতে বাধা দেওয়ার কারণ ব্যাখ্যা মমতারTMC MPs protest at Amit Shah : আইপ্যাক বিতর্কে দিল্লিতে নাটকীয় মোড়, অমিত শাহর বাড়ির সামনে আটক তৃণমূল সাংসদরাSuvendu against Mamata Ipac : ‘১৬ কোটি টাকা সরাসরি আইপ্যাকের একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে’ বিষ্ফোরক অভিযোগ শুভেন্দুরMamata Banerjee vs ED IPAC raid : ‘উনি দেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না! আমার দলের নথিপত্র বাজেয়াপ্ত করাচ্ছেন!’ আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়িতে নিয়ে অমিত শাহের বিরুদ্ধে বিস্ফোরক মমতাSuvendu against Mamata : ‘মমতার বাড়িতে তল্লাশি হলে ১০০ কোটি পাওয়া যাবে’ বিস্ফোরক শুভেন্দু
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Mamata Banerjee on ECI app : ‘যে অ্যাপ করানো হয়েছে বিজেপির আইটি সেল দিয়ে, তা অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক’ নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

Mamata Banerjee on ECI app : ‘যে অ্যাপ করানো হয়েছে বিজেপির আইটি সেল দিয়ে, তা অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক’ নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

সুমন তরফদার। কলকাতা সারাদিন।   ‘যে অ্যাপ করানো হয়েছে বিজেপির আইটি সেল দিয়ে, তা অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক।’ এভাবেই আরো একবার বাংলার ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী....

Mamata Banerjee on ECI app : ‘যে অ্যাপ করানো হয়েছে বিজেপির আইটি সেল দিয়ে, তা অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক’ নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Mamata Banerjee on ECI app : ‘যে অ্যাপ করানো হয়েছে বিজেপির আইটি সেল দিয়ে, তা অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক’ নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

সুমন তরফদার। কলকাতা সারাদিন।   ‘যে অ্যাপ করানো হয়েছে বিজেপির আইটি সেল দিয়ে, তা অবৈধ, অসাংবিধানিক....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

 

‘যে অ্যাপ করানো হয়েছে বিজেপির আইটি সেল দিয়ে, তা অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক।’ এভাবেই আরো একবার বাংলার ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার গঙ্গাসাগর থেকে কলকাতায় ফেরার পথে মমতা বলেন, ‘ভুলভাল করছে কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে। বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে। এভাবে চলতে পারে না।’

এর মাত্র ২৪ ঘন্টা আগেই গতকাল অর্থাৎ সোমবার গঙ্গাসাগর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কমিশনের বিরুদ্ধে বলেন, ‘হিয়ারিংয়ের নামে মানুষের হেনস্তা করা হচ্ছে। ৫৪ লক্ষ টাকা নাম বাদ দেওয়া হয়েছে। তাঁদের অধিকার ছিল ৭ নম্বর, ৮ নম্বর ফর্ম ফিলআপ করার। জীবিতদের মৃত করছে। নাকে নল দিয়ে মানুষকে টেনে আনছে। আপনারা নিজেরা খতিয়ে দেখুন। আমাকে ভালবাসতে হবে না। মানুষকে ভালবাসুন।’ মমতা দাবি করেন, চলমান এসআইআর-এ কমিশন ‘স্বেচ্ছাচারী ও পদ্ধতিগতভাবে অনিয়মিত পদক্ষেপ’ করেছে, যা রাজ্যের প্রকৃত ভোটারদের ‘ব্যাপকভাবে সমস্যার কারণ’ হয়েছে। জনগণকে সতর্ক থাকতে ও প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মমতা। মমতা বলেন, ‘আমি জনগণকে এসআইআর-এ অংশ নেওয়ার সময় সতর্ক থাকতে বলছি। যাদের সাহায্য প্রয়োজন, তাদের পাশে দাঁড়াতে হবে। তাদের আমাকে সমর্থন করার প্রয়োজন নেই; এই প্রক্রিয়ার কারণে যারা সমস্যায় আছেন, কেবল তাদেরই সমর্থন করুন।’ এর আগে সোমবার, মুখ্যমন্ত্রী বলেছিলেন নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তিনি আদালতে যাবেন। তিনি অভিযোগ করেন, এটি ভয়, হয়রানি ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতা সৃষ্টি করছে, যা মৃত্যু ও হাসপাতালে ভর্তির কারণ হয়েছে।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, ‘এটা পরাজিতের আর্তনাদ। রাজনীতিতে তিনি নবাগতা নন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির গন্ধ বুঝতে পারছেন। তিনি বুঝতে পারছেন, তৃণমূল হেরে গিয়েছে। তাই এই মন্তব্য করছেন।’

অন্যদিকে, চলতি বছরের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গঙ্গাসাগর মেলার জন্য পর্যাপ্ত বেডের ব্যবস্থা, হাসপাতালের ব্যবস্থা, চিকিৎসকের ব্যবস্থা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। পর্যাপ্ত বাস থাকছে মেলার জন্য। একটাই সিঙ্গেল টিকিটেই তাতে যাত্রা করা যাবে।’ এদিন বাম আমলের প্রসঙ্গও টেনে মমতা জানান, গঙ্গাসাগর তীর্থ কর বামফ্রন্ট সরকারের আমলেই চালু ছিল, তাঁরাই সেই কর তুলে দিয়েছেন।

আজকের খবর