সুমন তরফদার। কলকাতা সারাদিন।
জুনিয়র ডাক্তারদের ফের ডাকা হল বৈঠকের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সোমবার বিকাল ৫টায় তাদের বৈঠকে বসার অনুরোধ করা হয়েছে। মুখ্যসচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের ইমেল করেছেন।
এই নিয়ে পঞ্চম বার রাজ্য সরকারের তরফে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকা হল।রাজ্য সরকারের তরফে বৈঠকে বসার জন্য এটাই শেষ প্রচেষ্টা বলেও চিঠিতে জানিয়ে দিয়েছেন মুখ্য সচিব।
সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে আজকের বৈঠকের লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং কিছুই করা হবে না । তবে বৈঠকের মিনিটস তৈরি করে তা ডাক্তারদের দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।ইমেলে বলা হয়েছে, গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ১০ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে। নাগরিক হিসাবে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা আমাদের কর্তব্য।
প্রসঙ্গত, গত শনিবার মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রস্তাবিত বৈঠকে দীর্ঘ আলোচনার পর আন্দোলনকারী ডাক্তারদের প্রতিনিধি দল ভিডিও রেকর্ডিং এবং লাইভ স্ট্রিমিং এর দাবি ছাড়াই শেষ পর্যন্ত বৈঠকে বসতে রাজি হয়েছিল। কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী ও সরকারি কর্তারা সেদিন আর বৈঠকে বসতে রাজি হননি।