সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
দেবী তুমি। তুমি দশভূজা। দেবী দশপ্রহরণধারিনী।
সমাজে যখনই অশুভ শক্তির আবির্ভাব হয়েছে, তা দমন করার পাশাপাশি মানব সমাজকে রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছেন দেবী দুর্গা।
নারী শক্তির বিকাশ ঘটিয়ে অশুভ শক্তির বিনাশের জন্য মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখানোর জন্য দীর্ঘদিন ধরে একনিষ্ঠ ভাবে কাজ করে আসছে। বেঙ্গল ক্যারাটে এসোসিয়েশন এবং তার অধীনস্থ সাউথ ২৪ পরগনা ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন ( South 24 Parganas Karate Do Association )।
ছেলে হোক অথবা মেয়ে – একেবারে ছোটবেলা থেকেই আত্মরক্ষার কৌশল শেখা ভীষণ জরুরী। সম্প্রতি মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার প্রেক্ষিতে বারে বারে উঠে এসেছে একেবারে ছোটবেলা থেকেই মেয়েদের আত্মরক্ষার জন্য ক্যারাটে শেখার প্রয়োজনীয়তার কথা।
তবে সম্প্রতি এই বিষয় নিয়ে সর্বস্তরে আলোচনা শুরু হলেও দীর্ঘদিন ধরেই বাংলার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরের একেবারে ছোটবেলা থেকে মেয়েদের ক্যারাটে শিখিয়ে তাদের আত্মরক্ষার কৌশল শেখানোর জন্য কাজ করে আসছে ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।
বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন স্বীকৃত ক্যারাটে এসোসিয়েশন অফ বেঙ্গলের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে রবিবার জেলা স্তরে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার আয়োজন করেছিল সাউথ ২৪ পরগনা ক্যারাটে ডো এসোসিয়েশন।
জেলা স্তরে ক্যারাটে চ্যাম্পিয়নশিপের পাশাপাশি আগামী ডিসেম্বরে দিল্লিতে আয়োজিত হতে চলা সর্বভারতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপের জন্য বাংলার প্রতিনিধিদের বেছে নেওয়ার প্রক্রিয়াও শুরু হল রবিবার থেকে।
আর সেই প্রক্রিয়ার অংশ হিসেবে সাউথ ২৪ পরগনা ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো দক্ষিণ 24 পরগনার বাছাই পর্ব এবং জেলা ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। এবারে সাউথ ২৪ পরগনা ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই জেলা চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল সোনারপুরের জ্যোতির্ময় নলেজ ক্যাম্পাসে।
উপস্থিত ছিলেন এশিয়ান ক্যারাটে ফেডারেশনের আন্তর্জাতিক বিচারক তথা ভারতে অলিম্পিক কর্তৃপক্ষ স্বীকৃত ক্যারাটের সর্বোচ্চ সংস্থা ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের সেক্রেটারি হানসি জয়দেব মন্ডল। পাশাপাশি উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্যারাটে রেফারি তথা সাউথ ২৪ পরগনা ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের অন্যতম কর্ণধার শিহান প্রকাশ থাপা, শিহান দীপক সাউ, শিহান সুবীর মজুমদারের মত আন্তর্জাতিক ক্ষেত্রে ক্যারাটেতে ভারতের মুখ উজ্জ্বল করা ক্যারাটেকাররা।
ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের সেক্রেটারি হানসি জয়দেব মন্ডল বলেন, “গত বেশ কয়েক বছর ধরেই জাতীয় স্তরে বাংলার ক্যারাটে প্রতিভা বারে বারে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছে। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন স্বীকৃত ক্যারাটে এসোসিয়েশন অফ বেঙ্গল এর পক্ষ থেকে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা জাতীয় স্তরে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয় তাদের এবারের নিয়ে যাওয়া হবে দিল্লিতে জাতীয় প্রতিযোগিতার আসরে।”
আন্তর্জাতিক স্তরে ক্যারাটেতে ভারতের মুখ উজ্জ্বল করা বিশিষ্ট ক্যারাটেকার তথা বিশিষ্ট ক্যারাটে প্রশিক্ষক শিহান প্রকাশ থাপা বলেন, “বাংলার বিভিন্ন প্রত্যন্ত এলাকাতেও ক্যারাটে শেখার প্রবণতা বাড়ছে ভীষণভাবে। বাবা মায়েরা তাদের ছোট ছোট সন্তানদের ফিজিক্যাল ফিটনেস এর পাশাপাশি আন্তর রক্ষার কৌশল শেখানোর জন্য ছোটবেলা থেকেই ক্যারাটে প্রশিক্ষণ দিতে চাইছেন। আমরাও আগামী দিনে বাংলা থেকে অলিম্পিকের যোগ্যতা মান অর্জনকারী ক্যারাটেকার তুলে আনার জন্য দিনরাত পরিশ্রম করে চলেছি।”