সুমন তরফদার। কলকাতা সারাদিন।
লালবাজার থেকে ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন কলকাতা পুলিশের ২ আধিকারিক। ধৃত কৌশিক ঘোষ ও মনসির নামে ওই ২ পুলিশকর্মী গোয়েন্দা বিভাগে কর্মরত বলে জানা গিয়েছে। তাদের গ্রেফতার করেছে কড়েয়া থানার পুলিশ। এক ট্যাক্সি চালককে ব্ল্যাকমেল করে তারা ২ লক্ষ টাকা আদায় করেছেন বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, গত ৩০ অগাস্ট কড়েয়া থানায় ২ পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক ট্যাক্সি চালক। তাঁর অভিযোগ ২৯ অগাস্ট বালিগঞ্জ সার্কুলার রোড থেকে তাঁর ট্যাক্সি ভাড়া করেন ২ ব্যক্তি। মহাকরণ হয়ে শক্তিগড় যাবেন বলে জানান তাঁরা। মহাকরণের সামনে গাড়ি দাঁড় করিয়ে ভিতরে কোনও কাজে যান তাঁরা। বেরিয়ে এসে নিজেদের কৌশিক ঘোষ ও মানসির বলে পরিচয় দিয়ে দাবি করেন তাঁরা পুলিশকর্মী। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত। ট্যাক্সি চালকে হুমকি দিয়ে তাঁরা বলেন ৪ লক্ষ টাকা না দিলে তাঁকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। বাজেয়াপ্ত করা হবে তাঁর গাড়িটি। পুলিশকর্মীদের হাত থেকে বাঁচতে পার্ক স্ট্রিট ও আরও বেশ কয়েকটি জায়গা থেকে মোট ১ লক্ষ ৯৫ হাজার টাকা ২ জনের হাতে তুলে দেন ওই চালক। এভাবে সেযাত্রায় মুক্তি পান তিনি। এর পর কড়েয়া থানায় গিয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
ঘটনায় নেমে কড়েয়া থানার পুলিশ আধিকারিকরা ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছেন বলে জানা গিয়েছে। এর পর ২ অভিযুক্ত পুলিশ কর্মীকে গ্রেফতার করেছেন তাঁরা। লালবাজার থেকে ঢিল ছোড়া দূরত্বে মহাকরণের সামনে দাঁড়িয়ে পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্ল্যাকমেল করে তোলাবাজি করার অভিযোগ ওঠায় পুলিশ মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে।