সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
গঙ্গাসাগর যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়া এক বৃদ্ধ সন্ন্যাসী ডায়মণ্ড হারবারের সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসা করে সুস্থ হয়ে উঠলেন।
গঙ্গাসাগরের পুণ্য স্নানে যাওয়ার পথে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ সন্ন্যাসী। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চলতে থাকা সেবাশ্রয় ক্যাম্পে।
প্রাথমিক চিকিৎসার পরে সেবাশ্রয় ক্যাম্পের কর্মরত চিকিৎসকরা তাঁর পেটের আল্ট্রাসোনোগ্রাফি করেন এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
চিকিৎসা গ্রহণ করার পর সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে বৃদ্ধ সন্ন্যাসী বলেন, “সাগরে গিয়ে আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল, ডাক্তাররা আমাকে পরীক্ষা করেছে, পেটের স্ক্যান করেছে। ডাক্তারবাবুরা দেখেছে, তাঁরা আমাকে পরীক্ষা করে ওষুধ দিয়েছেন। এখন আমি কিছুটা ভাল অনুভব করছি এবং শীঘ্রই ঘরে যাব। অভিষেক বাবার জয় হোক, আমাকে ভালো করে দিয়েছে।”
প্রসঙ্গত মাত্র ৯ দিনের মধ্যে অভিষেকের উদ্যোগে চালু হওয়ার সেবাশ্রয় ক্যাম্পে এক লক্ষ নব্বই হাজারের বেশি অসুস্থ মানুষ পরিষেবা পেয়েছেন। আজ অর্থাৎ শুক্রবার একদিনেই সেবাশ্রয় শিবিরের পরিষেবা নেন প্রায় ৫৫ হাজার অসুস্থ ব্যক্তি।