সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।
আরজিকর কাণ্ড সামনে আসার পর থেকেই সন্দীপ ঘোষের একের পর এক কীর্তি সামনে এসেছে। তার বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের অভিযোগ-সহ একের পর এক জনরোষ আছড়ে পড়েছিল।
এবার সন্দীপ ঘোষই কি অসুরের ভূমিকায়? অন্তত তেমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, রাজ্যের একটি পুজো মণ্ডপে অসুরের মুখের প্রতিচ্ছবি হুবহু যেন সন্দীপ ঘোষের মতো।
অসুরের মুখ যেন অবিকল সন্দীপ ঘোষ। বহরমপুর স্বর্গধাম সেবক সংঘের পুজোয় এবছর এমনটাই দেখা গিয়েছে। আর তা দেখে হতবাক সকলে। অসুরে এমন ছবি সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয়ে গিয়েছে। বিভিন্ন কমেন্ট ভেসে আসছে।
আদতে বহরমপুর স্বর্গধাম সেবক সংঘের পুজোয় অসুরের রূপে প্রতি বছর অভিনবত্ব থাকে। ২০২০ সালে লাদাখে ভারত-চিন সংঘাতময় পরিস্থিতিতে দুর্গাপুজোয় সময়ে এই ক্লাবে অসুরের মুখ ছিল অবিকল চিনের প্রেসিডেন্ট সিন জিনপিংয়ের মতো। এরকম অভিনবত্ব প্রতিবছরই এই ক্লাবে দেখা যায়। জানা গিয়েছে, এবারের মৃৎশিল্পী অসীম পাল এই ভিডিওটি বানিয়েছেন। কিন্তু স্থানীয় পুজো কমিটি সম্পূর্ণ এই দাবি উড়িয়ে দিয়েছেন। তাদের দাবি, এমন কিছু না। কিন্তু সাধারণ মানুষ অসুরের মুখের সঙ্গে সন্দীপ ঘোষের মুখের মিল খুঁজে পাচ্ছেন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখছেন বহরমপুরের একটি পুজো মণ্ডপের মুখে যেন অবিকল সন্দীপ ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে। গোটা বিষয়টি যে সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
আরজিকরে চিকিৎসক তরুণীকে হত্যা কাণ্ডে প্রমাণ লোপাটে দায়ে গ্রেফতার করা হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এর পাশাপাশি আর জি করে দুর্নীতির অভিযোগেও গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করেছে।
ইতিমধ্যে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। আরজিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসকরাও সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছেন। এহেন সন্দীপের মুখে প্রতিচ্ছ্ববি এখন দর্শকরা দেখতে পাচ্ছেন বহরমপুরের একটি মণ্ডপে।