সুমন তরফদার। কলকাতা সারাদিন।
বীরভূম বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের দাবিতে আদালতের ভর্ৎসনার মুখে পড়লেন আবেদনকারী আইনজীবী। একইসঙ্গে বিস্ফোরণ নিয়ে রাজ্য প্রশাসনের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি আগামী ৫ নভেম্বরের মধ্যে ফরেনসিক রিপোর্টও আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।
রিপোর্ট দেখে সিদ্ধান্ত গ্রহন করবে প্রধান বিচারপতির বেঞ্চ।
সোমবার এই মামলার শুনানিতে জানিয়ে দিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পূজা অবকাশকালীন ডিভিশন বেঞ্চ।
এদিন আবেদনকারীর আইনজীবী বলেন, বীরভুমের বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিক আদালত। রাজ্য সরকারের এই ঘটনার তদন্তের এক্তিয়ার নেই।
এর প্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আবেদনকারীর আইনজীবীর উদ্দেশ্যে বলেন, সংবিধানের ৭ নম্বর অনুচ্ছেদ অনুয়ায়ী, কোথায় বলা আছে রাজ্যের এক্তিয়ার নেই এই মামলার তদন্ত করার? রাজ্যের তদন্তের গতিপ্রকৃতি সংক্রান্ত রিপোর্ট না দেখে একতরফা এনআইএ তদন্তের নির্দেশ জারি করা আদালতের পক্ষে সম্ভব নয়। তাই আদালত মনে করে, রাজ্য প্রশাসনের তদন্ত সংক্রান্ত রিপোর্ট বিবেচনা করা উচিত।