সুমন তরফদার। কলকাতা সারাদিন।
“রাজ্যের জুনিয়র ডাক্তাররা মেধাযুক্ত। এঁরা কেউই ফাঁকা খাতা জমা দিয়ে চাকরি পাননি। কিছু বাম এবং অতিবাম এঁদের আন্দোলনকে বিপথে চালিত করেছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অপমৃত্যু ঘটেছে।” এভাবেই আরজি কর কান্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পেছনে সিপিএম ও মাওবাদীদের উষ্কানি নিয়ে বিষ্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কারও ছবি সন্দীপ ঘোষ ও অভীক দে-র সঙ্গে। তো কারও আবার ধৃত আশিস পাণ্ডের সঙ্গে। জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন আত্মপ্রকাশ করার পরই, তাদের সদস্যদের বিভিন্ন ছবি ঘিরে দেখা দিয়েছে নতুন বিতর্ক।
সেই আবহেই এবার সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। থ্রেট কালচারে অভিযুক্ত জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনকে নিশানা করে শুভেন্দু বলেন, “চিকিৎসকদের আলাদা ফ্রন্ট তৈরি করেছে তৃণমূল। ডাক্তাদের আন্দোলনে চাপে ছিল সরকার। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের শুরুটা ভালো। ফিনিশিংটা ভালো নয়। তবে বিজেপি ছাড়বে না। দীপাবলির পর শুরু হবে।” এদিকে দলীয় নেতাদের বিরুদ্ধে ডাক্তারদের ‘গো ব্যাক’ স্লোগান নিয়েও মুখ খোলেন শুভেন্দু। তিনি বলেন, “যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পালকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, তাতে সমগ্র মানুষের আন্দোলন থেকে বিচ্যুতি ঘটেছে ডাক্তারদের আন্দোলনের। তাই এখন অনিকেত মাহাতোরা ভুগছে।”
পাশাপাশি, শুভেন্দু অধিকারী বলেন, “রাজ্যের জুনিয়র ডাক্তাররা মেধাযুক্ত। এঁরা কেউই ফাঁকা খাতা জমা দিয়ে চাকরি পাননি। কিছু বাম এবং অতিবাম এঁদের আন্দোলনকে বিপথে চালিত করেছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অপমৃত্যু ঘটেছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের শুরুটা ভাল, কিন্তু শেষটা খারাপ। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসা ঠিক হয়নি, আমিও ভালো ভাবে নিই নি। এটা মানুষ ভাল ভাবে নেয়নি। বিজেপিকে বাদ দিয়ে কোনও আন্দোলন সফল হতে পারে না।”
শনিবার আরজি করে ‘গণকনভেশন’ করেন আন্দোলনকারীরা। ‘গণকনভেশন’-এর পর আরজি কর চত্বরে ‘নির্যাতিতার জন্য বিচার’-এর দাবিতে মশাল মিছিল করেন তাঁরা। তার পরই আগামী বুধবার সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দেন জুনিয়র ডাক্তারেরা। সেই কর্মসূচিকে কটাক্ষ করেছেন শুভেন্দু। তাঁর কথায়, ”সিজিও কেন? ক্ষমতা থাকলে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ দেখাক।”
উল্লেখ্য, প্রথমে স্বাস্থ্যভবনের সামনে লাগাতার আন্দোলন, এরপর মহামিছিল হোক বা অনশনমঞ্চ। কোনও রাজনৈতিক দলকে কাছে ঘেঁসতে দেননি জুনিয়র ডাক্তাররা। এহেন আন্দোলনকে বিপথে চালনা করার নেপথ্যে বাম-যোগ দেখছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। শুধু তাই নয়, শুভেন্দু এও বলেন, ‘২৭ অগাস্ট নবান্ন অভিযানে না গিয়ে ভুল করেছেন জুনিয়র ডাক্তাররা।’ অন্যদিকে, তৃণমূলের লোকেরা ছদ্মবেশে ডক্টর্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন, এভাবেই আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।
অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে নিশানা করেছেন সুকান্ত মজুমদারও। বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, ‘প্রাতিষ্ঠানিক অপরাধের বলি আর জি কর মেডিক্যালের চিকিৎসক। থ্রেট কালচারের জনক মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কীভাবে থ্রেট কালচারের অবসান ঘটাবেন? জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের তৃণমূল কংগ্রেস ডক্টর্স অ্যাসোসিয়েশন। জুনিয়র ডাক্তাররা চোকার্স, সেমি ফাইনালে উঠে হেরে যায়’।