রবীন মাহাতো। কলকাতা সারাদিন।
মাটি, বেটি ও রুটি বাঁচানোর প্রতিশ্রুতি বিজেপির। আজ, রবিবার ঝাড়খণ্ডে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই তিনি ভয়ঙ্কর দাবি করে বলেন, অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডের মেয়েদের প্রলোভন দেখিয়ে বিয়ে করছে।
এদিনের ইস্তেহারে আদিবাসীদের অভিন্ন দেওয়ানি বিধি থেকে ছাড়, বিনামূল্যে ২টি এলপিজি সিলিন্ডার, মহিলাদের মাসে ২১০০ টাকা এবং স্নাতক-স্নাতকোত্তর যুবদের ২০০০ টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করা হয়।
ঝাড়খণ্ডের ঘাটশিলায় একটি নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার সময়, শাহ অভিযোগ করেন যে জেএমএম-নেতৃত্বাধীন জোট সরকার ঝাড়খণ্ডের বোন ও কন্যাদের প্রতি অনুপ্রবেশকারীদের মাধ্যমে অবিচার বন্ধ করতে ব্যর্থ হয়েছে। তিনি প্রতিশ্রুতি দিলেন যে ঝাড়খণ্ডে বিজেপি সরকার ক্ষমতায় এলে তাদের কাউকে ছাড় দেবেন না। তিনি অনুপ্রবেশকারীদের সতর্ক করে বলেছেন যে তাদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না। তিনি বলেন, “হেমন্ত সোরেনের সরকারের হাতে ঝাড়খণ্ডের আদিবাসীরা সুরক্ষিত নয়। সাঁওতাল পরগণায় আদিবাসীদের জনসংখ্যা ক্রমশ কমছে। অনুপ্রবেশকারীরা এখানে আসছে এবং স্থানীয় মেয়েদের প্রলোভন দেখিয়ে বিয়ে করছে, জমি দখল করে নিচ্ছে। যদি এটা বন্ধ না করা যায়, তবে ঝাড়খণ্ডের সংস্কৃতিও রক্ষা হবে না, কর্মসংস্থানও হবে না। রাজ্যের মেয়েরাও সুরক্ষিত থাকবে না। সেই কারণেই বিজেপি রুটি, বেটি ও মাটিকে সুরক্ষা দেওয়ার স্লোগান দিচ্ছে।”
শাহ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের দখল করা জমি তার আসল মালিকদের কাছে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। শাহ বলেন “যদি ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠিত হয় তাহলে আমরা ঝাড়খণ্ডের নিরীহ আদিবাসীদের জমি ফেরত দেওয়ার জন্য একটি আইন প্রণয়ন করব। একটি আইনও প্রণয়ন করা হবে যাতে অনুপ্রবেশকারীদের কাছে কোনো জমি হস্তান্তর করা না হয়” ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা আজ সংকল্প পত্র প্রকাশ করছি। ভারতীয় জনতা পার্টি বাকি রাজনৈতিক দলের থেকে আলাদা, কারণ রাজনীতি শুধুমাত্র আমাদের দলই যা বলে, তাই করে। যেখানেই বিজেপি ক্ষমতায় এসেছে, সেখানেই সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে। এটাই আমাদের ট্রাক রেকর্ড। সেই কারণেই ঝাড়খণ্ডের মানুষ, বিশেষ করে গরিব, আদিবাসী ও দলিত মানুষেরা আমাদের সংকল্প পত্রের দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে রয়েছে।”
পাশাপাশি স্থানীয় প্রশাসনের জন্য পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার ঝাড়খণ্ডের রাঁচিতে এক সাংবাদিক সম্মেলনে অমিত শাহ বলেছেন, “স্থানীয় প্রশাসন অনুপ্রবেশকে উৎসাহিত করায় বাংলায় অনুপ্রবেশ বন্ধ হয়নি। ঝাড়খণ্ডে অনুপ্রবেশ বন্ধ হয়নি, কারণ স্থানীয় প্রশাসন অনুপ্রবেশকে উৎসাহিত করছে।”
শাহ ঝাড়খণ্ডের জনগণকে আশ্বস্ত করেছেন ,” যে কোনও মূল্যে ঝাড়খণ্ডে অভিন্ন নাগরিক কোড কার্যকর করা হবে। তবে, তিনি যোগ করেছেন যে উপজাতীয় সংস্কৃতি, আচার-অনুষ্ঠান এবং ঐতিহ্যগত নিয়মগুলিকে ঠিক রাখা হবে। ঝাড়খণ্ডে অভিন্ন সিভিল কোড চালু করা হবে কিন্তু উপজাতি সম্প্রদায়কে এর আওতার বাইরে রাখা হবে। গুজব ছড়ানো হচ্ছে যে যদি রাজ্যে ইউসিসি প্রয়োগ করা হয়, তাহলে আদিবাসী জনগোষ্ঠীর শিল্প ও সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে।”