সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
আরজি কর কাণ্ডের ছায়া এবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশের কানপুরে। হাসপাতালে কর্তব্যরত তরুণী নার্সকে ধর্ষণের (Nurse Raped) অভিযোগ। মুখ খুললে প্রাণনাশের হুমকি (Death Threat) দেওয়া হয় বলেও দাবি। কাঠগড়ায় বেসরকারি হাসপাতালের ডিরেক্টর। এফআইআর রুজু করে অভিযুক্তকে গ্রেফতার পুলিশের।
জানা গিয়েছে, বছর বাইশের ওই তরুণী নার্স বেশকয়েক মাস ধরে কল্যাণপুর হাসপাতালে কর্মরত।
রবিবার সন্ধেয় হাসপাতালের ডিরেক্টরের তরফে আয়োজিত পার্টিতে যোগ দেন তিনি। সেখানে পার্টি শেষ হয়ে গেলেও রাতভর কাজের (Night Duty) অছিলায় তরুণী নার্সকে থাকতে বাধ্য করেন বলে অভিযোগ ওই ডিরেক্টরের বিরুদ্ধে।
এরপর মধ্যরাতে ওই নার্সকে নিজের চেম্বারে ডেকে পাঠান হাসপাতালের ডিরেক্টর। ঘরে প্রবেশ করতেই তরুণীকে টানা হেঁচড়া শুরু করেন অভিযুক্ত। জোর করে মাদক মেশানো পানীয় খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। তারপরই চলে নির্মম অত্যাচার।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক আধিকারিক জানান, ওই নার্সকে ঘরে বন্দি করে ধর্ষণ করেন হাসপাতালের ডিরেক্টর। বাইরে বেরিয়ে কাউকে ঘটনার কথা বললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। তদন্তের স্বার্থে অভিযুক্তের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে পুলিশ।
পাশাপাশি ঘটনার তদন্তে নেমে নির্যাতিতা নার্সের স্বাস্থ্য পরীক্ষার (medical test) কথা ভাবছে পুলিশ। আদালতে বিচারকের সামনে তিনি যাতে বয়ান পেশ করতে পারেন সেই ব্যবস্থাও করা হচ্ছে বলে খবর সূত্রের। হাসপাতাল থেকে বিভিন্ন প্রমাণ সংগ্রহের কাজ শুরু হয়েছে বলেও জানান এসিপি অভিষেক পাণ্ডে।
উল্লেখ্য, গত ৯ অগাস্ট কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) কর্মরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন (Rape and Murder) করা হয়। সারারাত ডিউটি করে সঙ্গীদের সঙ্গে ডিনার সেরে সেমিনার রুমে রেস্ট নিচ্ছিলেন ওই তরুণী। তখনই তাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়। তিনমাস হতে চললেও এখনও হত্যাকাণ্ডের বিচার মেলেনি।