জগৎ বিখ্যাত ঐতিহ্যমন্ডিত নদীয়ার শান্তিপুরের রাসযাত্রা। শতাব্দী প্রাচীন বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির রাস যাত্রা উদ্বোধনে এলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন সস্ত্রীক শান্তিপুর বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়িতে উপস্থিত হন।
রাজ্যের মন্ত্রী বসে থেকে বিগ্রহের মঙ্গল আরতি দর্শন করে, পরবর্তীতে শান্তিপুর সম্বন্ধে মানুষের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দেন রাজ্যের শিক্ষা মন্ত্রী। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য বসু জানান,নদীয়ার শান্তিপুরের রাসযাত্রা ঐতিহ্যমন্ডিত এবং বহু ইতিহাসের সাক্ষী। তাই এই রাসযাত্রা উদ্বোধনে এসে এবং বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির সকলের সঙ্গে আলাপচারিতা করে তিনি আপ্লুত ।
একদিকে বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ি অপরদিকে এই বাড়ির সুসন্তান রাজ্যের বিধানসভার বিধায়ক। তাই বিধায়কের কার্যক্রম এবং শান্তিপুর কে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার যে কাজ করছে বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ির সুসন্তান তথা শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, তা সত্যি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য সরকারের।
তবে ট্যাব কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন করতেই ব্রাত্য বসু জানান,ট্যাব নিয়ে যা বলার তা বলা হয়ে গেছে, বর্তমানের ট্যাব এখন ট্যাবলেট।