নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার অন্তর্গত গাজনা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নির্বাচনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস।। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ পর্ব শেষ হয়।
বিকেলে অবশেষে ফলাফলে তৃনমূল জয়ী হয়। নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার গাজনা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ পরিচালন কমিটির নির্বাচনে ছিল কঠোর পুলিশি প্রহরা,আর এই সমবায় সমিতিতে মোট ৪০ টি আসনে ভোটগ্রহণ পর্ব চলে।
সন্ধ্যায় ভোট গণনার শেষে ৩৭ টি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস।।
বাকি তিনটি আসলে জয়লাভ করেছে বিজেপি তবে ব্যাপক জয়লাভের পর সুবজ আবির মেখে গতকাল রাতে উল্লাস ও আনন্দে মেতে ওঠে গাজনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির তৃণমূল সমর্থকেরা।