সুমন তরফদার। কলকাতা সারাদিন।
সিবিআইয়ের করা মামলায় খারিজ হল পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ বাকিদেরও জামিনের আবেদন খারিজের নির্দেশ দিল বিচারপতি তপোব্রত চক্রবর্তী তৃতীয় বেঞ্চ। পার্থের জামিনের আবেদন খারিজ করা নিয়ে বিচারপতি অপূর্ব সিনহার রায়কে সমর্থনই করলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। তার ফলে সিবিআইয়ের করা মামলায় পার্থ চট্টোপাধ্যায়দের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের তৃতীয় বেঞ্চ। মঙ্গলবার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ জানিয়েছে, ডিভিশন বেঞ্চের বিচারপতি অপূর্ব সিংহ রায় যথার্থ রায় দিয়েছিলেন।
বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ গত ২০ নভেম্বর এই মামলার রায় দেয়। বিচারপতি বন্দ্যোপাধ্যায় ন’জনেরই জামিন মঞ্জুর করেন। কিন্তু বিচারপতি সিংহ রায় তাঁর সঙ্গে একমত হতে পারেননি। তিনি কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম, সুব্রত সামন্ত রায় এবং চন্দন ওরফে রঞ্জন মণ্ডলের জামিন মঞ্জুর করলেও পার্থ, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিংহের জামিনে ‘না’ করে দেন। ফলে এই পাঁচ জনের জামিন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।
ডিভিশন বেঞ্চের কোনও মামলায় বিচারপতিরা একমত হতে না পারলে মামলাটি কোন বেঞ্চে যাবে, তা স্থির করেন প্রধান বিচারপতি। তিনি তৃতীয় কোনও বেঞ্চে মামলাটি ফয়সালার জন্য পাঠান। এ ক্ষেত্রে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলাটি নিষ্পত্তির জন্য পাঠিয়েছিলেন বিচারপতি চক্রবর্তীর একক বেঞ্চে। সেখানে মঙ্গলবার মামলার শুনানি শেষ হয়েছে। সেখানে মঙ্গলবার মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখা হয়। এই মামলায় বিচারপতি তপব্রত চক্রবর্তীর পর্যবেক্ষণ, ”যোগ্যদের বঞ্চনা করে অযোগ্যদের চাকরি দেওয়ার নাম করে সমাজের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। রাজ্য অভিযুক্ত সরকারি অফিসারদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় সম্মতি দেওয়ায় নীরব থাকা অবাক করে।”
এ বিষয়ে হাই কোর্টের চরম ভর্ৎসনার মুখে পড়ে ইডি। বিচারপতির প্রশ্ন, কেন এত দেরি হচ্ছে? তাঁর কড়া মন্তব্য, ”প্রয়োজনে সারারাত বসে কাজ করুন, বুধবারের মধ্যে সমস্ত নথি আদালতে পেশ করুন।” বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজ্য মৌন থাকতে পারে না বলেও পর্যবেক্ষণ বিচারপতি চক্রবর্তীর।
প্রসঙ্গত, ২০২২-এর ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। বেশ কিছুদিন এই মামলাতে জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় ইতিমধ্যে জামিন পেয়েছেন পার্থ। তবে সিবিআইয়ের মামলাতে জামিনের আবেদন খারিজ হল প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।