শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
চাকরি খুঁজছেন? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD)-এ কর্মসংস্থানের সুযোগ। ক্লাস ১০ পাশ করলেই চাকরি পাওয়ার সুযোগ আছে।
ইতিমধ্যে National Bank for Agriculture and Rural Development এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত তথ্য প্রতিবেদনে (Nabard Recruitment 2024) তুলে ধরা হল।
Nabard Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD)-এর অফিস অ্যাটেডেন্ট (গ্রুপ সি) হিসাবে এই নিয়োগ করবে। এজন্য ১০৮ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদনের আগে নিয়োগ (Nabard Recruitment 2024) সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর তা পড়বে NABARD এর অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন জানাতে হবে।
নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া?
NABARD এর এই অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হলে অনলাইনে আবেদন (Nabard Recruitment 2024) করতে হবে। এজন্য এই লিঙ্কে- nabard.org ক্লিক করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দ্রুত আবেদন জানান এই পদের জন্য।
শিক্ষাগত যোগ্যতা-
এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই ক্লাস ১০ (ম্যাট্রিকুলেশন) পাস (Nabard Recruitment 2024) করতে হবে। প্রাক্তন সেনা জওয়ানরাও আবেদন জানাতে পারবেন। তবে ১৫ বছর অন্তত প্রতিরক্ষার সঙ্গে যুক্ত থাকতে হবে। এই বিষয়ে আরও জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। বড় সুযোগ হাত ছাড়া করবেন না।
বয়স সংক্রান্ত তথ্য-
ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD)-এর এই পদের জন্য আবেদন করতে হলে নুন্যতম ১৮ বছর বয়স থেকে আবেদন করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর।
কীভাবে চাকরি পাবেন?
অনলাইনে পরীক্ষার মাধ্যমে এই পদের (Nabard Recruitment 2024) জন্য যোগ্য প্রার্থীকে বেঁছে নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সেই ভাষায় আবেদনকারীকে যোগ্যতা প্রমাণ করতে হবে।