সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
সকাল থেকেই আকাশের মুখ ভাড়। মাঝে মধ্যে দুএক পশলা হালকা বৃষ্টি। আর তার মধ্যেই বড়দিনের আনন্দ উপভোগ করতে বাড়ি থেকে বেরিয়ে পড়া।
বুধবার বড়দিন উপলক্ষ্যে রাজ্যের প্রতিটি পর্যটন কেন্দ্রের পাশাপাশি হাওড়া জেলার গড়চুমুক পর্যটন কেন্দ্রেও পর্যটকেরা ভীড় জমাতে শুরু করে। নদীর পাড়ে পিকনিকের মজা উপভোগ করার পাশাপাশি এখানে থাকা চিড়িয়াখানা দেখতেও পর্যটকরা ভীড় জমায় এখানে।
এদিনেও তার ব্যাতিক্রম হয়নি। এদিন সকাল থেকেই পর্যটকেরা ভীড় জমায় এখানে। পিকনিক করার পাশাপাশি চিড়িয়াখানা ঘুরে শেষে বাড়ি ফেরা। যদিও এর মধ্যে তাল কেটেছে একশ্রেনীর পর্যটকের দায়িত্বজ্ঞানহীনতায়।
প্রশাসনের নির্দেশ উপেক্ষা করেই এদিন পর্যটন কেন্দ্রের পাশে থাকা হুগলী নদীতে নৌকায় পিকনিক এবং উদ্দম নৃত্য করতে দেখা যায় কয়েকজন পর্যটককে এমনকি শিশুদের নিয়ে নৌকায় নদী পারাপার ও করতে দেখা যায় একশ্রেনীর পর্যটকের। তবে এদিন প্রশাসনের কড়া নজরদারিতে এখানে ডিজে বক্স বাজাতে দেখা যায়নি।
ফলে শান্তিতে পিকনিকের মজা উপভোগ করে পর্যটকেরা। অন্যদিকে এদিন গড়চুমুক চিড়িয়াখানাতে অন্যান্যদিনের তুলনায় পর্যটকদের ভীড় একটু বেশী ছিল।
তবে এদিন অন্যান্য জীবজন্তুর থেকেও পাখি ও পাইথনের এনক্লোজারের সামনে ভীড় অপেক্ষাকৃত বেশী ছিল। তবে চিড়িয়াখানায় বাঘ হাতি সহ অন্যান্য জীবজন্তু না থাকায় কিছুটা হলেও হতাশ হয়েছে শিশুরা।