সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
নতুন বছরের প্রথম দিনেই মোহভঙ্গ বিজেপিতে। বিজেপি দল দেখে বিরক্তি ও ঘৃণার কারণেই দলত্যাগ বলে মন্তব্য করলেন ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমদ রায়। বুধবার সকালেই কলেশ্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন ৩০টি পরিবার, যার মধ্যে উল্লেখযোগ্য হলেন বিজেপির প্রাক্তন পঞ্চায়েত প্রার্থী তনুশ্রী বাগদী।
পঞ্চায়েত নির্বাচনে পদ্মফুল চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করা তনুশ্রী বাগদী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদান পর্বটি সম্পন্ন হয় কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে, যেখানে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁকে দলে স্বাগত জানানো হয়।
প্রমদ রায় এই প্রসঙ্গে বলেন, বিজেপি দল দেখে মানুষ বিরক্ত ও হতাশ। তনুশ্রী বাগদীও সেই বিরক্তি থেকেই তৃণমূলে যোগ দিয়েছেন। বিজেপি কেবল বিভাজনের রাজনীতি করে, যা মানুষ আর মেনে নিচ্ছেন না।
তৃণমূলের দাবি অনুযায়ী, বিজেপি থেকে এই যোগদান পর্বে প্রায় ৩০টি পরিবার তৃণমূলে এসেছে, যা ব্লকে তৃণমূলের শক্তি আরও বৃদ্ধি করবে।
তবে এই যোগদান প্রসঙ্গে বিজেপির রাজ্য সহ-সভাপতি শ্যামাপদ মণ্ডল জানান, আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্যই তনুশ্রী বাগদী তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল কংগ্রেস মানুষকে ভয় দেখিয়ে দলবদলে বাধ্য করছে।
এই যোগদান নিয়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। একদিকে তৃণমূল কংগ্রেসের দাবি উন্নয়ন, অন্যদিকে বিজেপির অভিযোগ সুযোগসন্ধানী
রাজনীতি।