ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Jyotipriyo gets Bail : প্রমাণিত নয় রেশন দুর্নীতি, রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র জামিন

Jyotipriyo gets Bail : প্রমাণিত নয় রেশন দুর্নীতি, রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র জামিন

সুমন তরফদার। কলকাতা সারাদিন। অবশেষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় ইডি-র বিশেষ আদালতে জামিন পেলেন তিনি। গ্রেফতারির প্রায় ১৪ মাস পর আদালত থেকে জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে....

Jyotipriyo gets Bail : প্রমাণিত নয় রেশন দুর্নীতি, রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র জামিন

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Jyotipriyo gets Bail : প্রমাণিত নয় রেশন দুর্নীতি, রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র জামিন

সুমন তরফদার। কলকাতা সারাদিন। অবশেষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় ইডি-র....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

অবশেষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় ইডি-র বিশেষ আদালতে জামিন পেলেন তিনি। গ্রেফতারির প্রায় ১৪ মাস পর আদালত থেকে জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয়কে। জামিন দিতে গিয়ে বিচারক বলেন, “১৪ মাস জেলে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এই মামলায় অন্য অভিযুক্তরা জামিন পেয়েছেন। তাই তাঁকেও জামিন দেওয়া হল।”

রেশন দুর্নীতিকাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন আটকাতে মরিয়া ছিল ইডি। জ্যোতিপ্রিয় মল্লিক যে রেশন দুর্নীতি কাণ্ডে অন্যতম প্রধান চক্রী, তা বোঝাতে বিশেষ সিবিআই আদালতে প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির গঙ্গাসাগর বলেও দাবি করেছিল ইডি।

রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয়র ভূমিকা বোঝাতে গিয়ে ইডি-র আইনজীবী বলেছিলেন, ‘গঙ্গা, ভাগীরথী ও অন‍্য শাখা প্রশাখা যেমন গঙ্গাসাগরে এসে মিশেছে, এই দুর্নীতির সমস্ত এসে মিশেছে জ্যোতিপ্রিয়র কাছে। চাল বিক্রি থেকে গম বিক্রি, রেশন দুর্নীতির টাকা এসেছে তাঁর কাছে। টাকা এসেছে তাঁরই পরিচালিত তিন সংস্থায়। ওই তিন সংস্থায় তাঁরই লোক বসে। অ‍্যাকাউন্টও খোলা হয়েছে তাঁরই পরিচিত লোকেদের নিয়ে।”

ইডি-র পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছিল, জ্যোতিপ্রিয়ই এই গোটা দুর্নীতির রিংমাস্টার ছিলেন। আড়ালে থেকেই গোটাটা পরিচালনা করেছেন তিনি। যে সময় এই রেশন দুর্নীতি হয়েছে, তখন জ্যোতিপ্রিয় মল্লিক নিজেও ক্ষমতাশালী ছিলেন বলে আদালতে সওয়াল করেন ইডি-র আইনজীবী।

প্রসঙ্গত, রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই অন্যতম মূল অভিযুক্ত বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য সহ বেশ কয়েকজন জামিন পেয়েছেন। অসুস্থতার কারণ দেখিয়ে অনেক দিন ধরেই আদালত থেকে জামিন পাওয়ার চেষ্টা করছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকও। যদিও দীর্ঘদিন প্রাক্তন মন্ত্রীর সেই চেষ্টা সফল হয়নি। কিন্তু অবশেষে সেই জামিন পেয়েই গেলেন।

আজকের খবর