ব্রেকিং
  • Home /
  • ভারত /
  • Budget Expectation : নিম্ন-মধ্যবিত্তদের আয়করে বিরাট ছাড়ের সম্ভাবনা নির্মলার বাজেটে

Budget Expectation : নিম্ন-মধ্যবিত্তদের আয়করে বিরাট ছাড়ের সম্ভাবনা নির্মলার বাজেটে

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। বাজেট। মোদী ৩.০ সরকারের এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট বলা চলে। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্য়াশা অনেক। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা আশা রাখছে আসন্ন বাজেটে আয়করে ছাড় দেবে সরকার। আগের দুটি বাজেটেই সরকার আয়করের কাঠামোয়....

Budget Expectation : নিম্ন-মধ্যবিত্তদের আয়করে বিরাট ছাড়ের সম্ভাবনা নির্মলার বাজেটে

  • Home /
  • ভারত /
  • Budget Expectation : নিম্ন-মধ্যবিত্তদের আয়করে বিরাট ছাড়ের সম্ভাবনা নির্মলার বাজেটে

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। বাজেট। মোদী ৩.০ সরকারের এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট বলা চলে। এই বাজেট....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

বাজেট। মোদী ৩.০ সরকারের এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট বলা চলে। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্য়াশা অনেক। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা আশা রাখছে আসন্ন বাজেটে আয়করে ছাড় দেবে সরকার। আগের দুটি বাজেটেই সরকার আয়করের কাঠামোয় বিশেষ কোনও পরিবর্তন আনেনি।

তাই এবারে বাজেটে কর ছাড় ঘোষণা করা হতে পারে।

করছাড়ের সীমা বৃদ্ধি-

নতুন আয়কর কাঠামোয় বছরে তিন লাখের কম যারা উপার্জন করে, তাদের করছাড় দেওয়া হয়। বিশেষজ্ঞদের দাবি, এই আয়কর ছাড়ের সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা উচিত। এতে নিম্নবিত্তদের আরও সুবিধা হবে। ৩ থেকে ৭ লাখ আয়ের ক্ষেত্রেও আয়করে ছাড় দেওয়ার দাবি জানানো হয়।

আয়করে ছাড় বৃদ্ধি-

বর্তমান আয়করের নিয়ম অনুযায়ী, ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় যাদের, তারা আয়করে ছাড় পান। বহু বিশেষজ্ঞরা দাবি করেছেন, মধ্যবিত্তদের সুবিধার জন্য এই সীমা বাড়িয়ে ৯ লক্ষ টাকা করা উচিত। এতে মধ্যবিত্তদের হাতে কিছুটা অতিরিক্ত টাকা থাকবে।

যারা ১৫ লক্ষ টাকার উপরে আয় করেন, তাদের জন্য নতুন একটি আয়কর স্ল্যাব আনতে পারে সরকার। ১৫ থেকে ১৮ লক্ষ টাকা আয় যাদের, তাদের জন্য নতুন একটি স্ল্যাব তৈরি হতে পারে। এতে আয়করে হার ২৫ শতাংশ হতে পারে।

স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি-

এবারের বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানোরও দাবি জানানো হয়েছে। ১ লক্ষ টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানোর আবেদন জানানো হয়।

আজকের খবর