শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
চারটি কেন্দ্রীয় বাজেট এবং একটি অন্তর্বর্তীকালীন বাজেটের মতো, ২০২৫-২৬ সালের পুরো কেন্দ্রীয় বাজেটও কাগজবিহীন আকারে বিতরণ করবেন অষ্টম বাজেট পেশ করতে চলা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
১ ফেব্রুয়ারি, শনিবার তিনি বাজেট ২০২৫ পেশ করবেন। এই কেন্দ্রীয় বাজেটটি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয় গণতান্ত্রিক জোট (NDA) সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ আর্থিক বাজেট। মেয়াদ পূর্ববর্তী চারটি কেন্দ্রীয় বাজেট এবং একটি অন্তর্বর্তীকালীন বাজেটের মতো, ২০২৫-২৬ সালের পুরো কেন্দ্রীয় বাজেটও কাগজবিহীন আকারে বিতরণ করা হবে।
এদিন সকাল ১১ টায় তিনি শুরু করবেন তাঁর বাজেট বক্তৃতা। নির্মলা এই নিয়ে অষ্টমবারের জন্য বাজেট পেশ করতে চলেছেন।
ইউনিয়ন বাজেট ২০২৫: এফএম সীতারামনের ঘোষণাগুলি লাইভ কোথায় দেখবেন?
কেন্দ্রীয় বাজেট সংসদের অফিসিয়াল চ্যানেল, দূরদর্শন এবং সংসদ টিভিতে সম্প্রচার করা হবে। এছাড়াও এটি সরকারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও স্ট্রিম করা হবে।
বাজেট ২০২৫-এর লাইভ আপডেট কোথায় পাবেন?
বাজেট নথিগুলিতে ডিজিটাল অ্যাক্সেস দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ওয়েব পোর্টাল, www.indiabudget.gov.in- এ ।
সংবিধান দ্বারা নির্ধারিত বাজেট, অনুদানের দাবি (ডিজি), ফিনান্স বিল, ইত্যাদি সহ সমস্ত কেন্দ্রীয় বাজেটের নথি, ঝামেলার জন্য ‘ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপে’ পাওয়া যাবে। বাজেট নথিগুলি হিন্দি এবং ইংরেজি উভয় ভাষায় পাওয়া যাবে।
২০২৫ সালের বাজেট প্রণয়ন প্রক্রিয়া কখন শুরু হয়?
অর্থ মন্ত্রণালয় আসন্ন অর্থবছরের জন্য আর্থিক প্রাক্কলন এবং প্রয়োজনীয়তা চূড়ান্ত করতে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আলোচনায় জড়িত, অক্টোবর 2024 সালে বাজেট প্রস্তুত করা শুরু করে।