ওয়েস্ট বেঙ্গল যোগা অ্যাসোসিয়েশনের তরফে অংশ নিয়েছিলোগা ফেডারেশন অফ ইন্ডিয়ার আয়োজিত ৪৯ তম জুনিয়র এবং সাব জুনিয়র ন্যাশনাল যোগা ফোর্স চ্যাম্পিয়নশিপ। হিমাচল প্রদেশের পুনাতে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর এই প্রতিযোগিতা হয়।
জানা যায় পারমিতা নদীয়ার শান্তিপুর সুত্রাগড়ের বাসিন্দা, সে ৭ বছর বয়স থেকেই যোগাসনের প্রশিক্ষণ শুরু করে। তার হাত ধরেই ১৬ থেকে ১৮ বছর বয়সীদের বিভাগ জাতীয় যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান এলো রাজ্যে। পারমিতা শান্তিপুর তন্তুবায় সংঘ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী।
পড়াশোনার পাশাপাশি সে শরীরচর্চাও ও যোগাসন শুরু করে পরবর্তীতে এটাকেই ভালোবেসে ফেলেছে। তবে এর আগে স্কুল স্তরের একাধিক প্রতিযোগিতায় সাফল্য পেয়েছিলো পারমিতা, জেলা এবং রাজ্যস্তরেও প্রতিযোগিতায় জিতেছে বেশ কয়েকবার, কিন্তু জাতীয় স্তরের প্রতিযোগিতা পুরস্কার অবশ্য এবার প্রথম।
পারমিতা বলেন, এখন সকলেই মোবাইলে আসক্ত হয়ে থাকেন তবে বলব সকলকে শরীর সুস্থ রাখতে আপনারাও যোগাসন করুন। তবে পারমিতার এই সাফল্যে বাবা মায়ের মুখে এখন চওড়া হাসি। আগামী দিনে আরও সাফল্য যেন পারমিতা পায় সেই লক্ষ্য নিয়েই এখন চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন পারমিতার বাবা মা দুজনেই।