সুমন তরফদার। কলকাতা সারাদিন।
কথা দিয়েছিলেন দু একদিনের মধ্যেই ফিরে যাবেন উত্তর বঙ্গের বন্যা ও ধস কবলিত এলাকায়। সেই প্রতিশ্রুতি রক্ষা করেই ফের আগামী সোমবার ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর সফরসূচিতে দার্জিলিংও রয়েছে। সেখানে তিনি পুনর্গঠন ও মেরামতির কাজ সরেজমিনে তদারকি করবেন এবং প্রশাসনিক বৈঠক করবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
একদিনের বৃষ্টিতে বানভাসি উত্তরবঙ্গ। বন্যা, ধসে মৃত্যুমিছিল।
পরিস্থিতি খতিয়ে দেখতে দু’দিনের সফরে উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। স্রেফ বন্যাকবলিত এলাকা পরিদর্শনই নয়, দুর্গতদের সঙ্গে কথা বলেছেন তিনি। নবান্ন সূত্রে খবর, ভোর ৩টে পর্যন্ত উত্তরকন্যায় বসে বিভিন্ন জায়গায় ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেন মমতা। নিজের দাঁড়িয়ে থেকে ফিরিয়ে আনেন পর্যটকদের।
এছাড়াও উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সময় দমকল কর্মী, এসডিআরএফ সদস্য, পুলিশ, ইঞ্জিনিয়ার, চিকিৎসক- যাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধার ও ত্রাণের কাজে যুক্ত ছিলেন, তাঁদের সাহসী ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের সম্মানিত ও পুরস্কৃত করা হবে বলে জানা গিয়েছে নবান্ন সূত্রে।
ডিভিসি-র বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন
না জানিয়ে জলছাড়ার প্রতিবাদে ডিভিসির বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে রাজ্য। মমতার নির্দেশে ১১ অক্টোবর মাইথন প্রকল্প ঘেরাও করা হবে। এর পর পর্যায়ক্রমে ঘেরাও হবে পাঞ্চেত প্রকল্পও।