সুমন তরফদার। কলকাতা সারাদিন।
বিধানসভা উপনির্বাচনের আগেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পাহাড় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! আগামী সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী।
আগামী ১১ নভেম্বর, সোমবার রাতে তাঁর দার্জিলিং পৌঁছনোর কথা। এবারই প্রথম দার্জিলিংয়ে সরস মেলা হচ্ছে পঞ্চায়েত দফতরের উদ্যোগে। ম্যালের চৌরাস্তায় টানা ১১ দিন চলবে এই মেলা।
লোকসভা নির্বাচনেও তৃণমূল দার্জিলিং আসনে পরাস্ত হয়েছে। তারপর এটাই মুখ্যমন্ত্রীর প্রথম পাহাড় সফর। ফলে রাজনৈতিকভাবেও তাঁর এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। পাহাড়ে তিন পুরসভার বকেয়া নির্বাচনে তাঁর দলের অবস্থান নিয়েও এবার আলোচনা হতে পারে।
অন্যদিকে সরস মেলার মাধ্যমে দেশ বিদেশের পর্যটকদের কাছে রাজ্যের হস্তশিল্পীদের কাজ তুলে ধরার লক্ষ্য নেওয়া হয়েছে।মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে পাহাড়ে ইতিমধ্যেই চূড়ান্ত উত্তেজনা।
১৩ তারিখ দুপুর ৩টের সময় সরস মেলার উদ্বোধন করবেন মমতা। রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা মেলায় যোগ দেবেন। মুখ্যমন্ত্রীর এই সফরে সবথেকে গুরুত্বপূর্ণ দিন ১২ নভেম্বর। ওই দিন দুপুর তিনটে-সাড়ে তিনটে নাগাদ তিনি জিটিএ এবং পাহাড়ের বিভিন্ন ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জিটিএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। একই সঙ্গে, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের সঙ্গেও বৈঠক হবে তাঁর। বৃহস্পতিবার তার শিলিগুড়ি ফিরে আসার কথা।
শুক্রবার কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ফিরেই তিনি আরও এক কর্মসূচীতে যোগ দেবেন। রাজারহাটে আদিবাসী ভবনে বীরসা মুন্ডার ১৫০ তম জন্মতিথির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নভেম্বরের ১৫-২১ তারিখ পর্যন্ত সব জেলাতেই পালিত হবে বীরসা মুন্ডা দিবস।
তবে মুখ্যমন্ত্রীর সফরের মাঝে মূলত নজর থাকবে উত্তরবঙ্গে। মুখ্যমন্ত্রী সেখানে থাকাকালীন উত্তরবঙ্গের দুটি বিধানসভা কেন্দ্র – সিতাই ও মাদারিহাটে উপনির্বাচন। এদিকে দক্ষিণবঙ্গেও উপনির্বাচন হবে আর চার কেন্দ্রে।
আজ নবান্নের তরফে এ কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরসূচি জানানোর ক্ষেত্রেও এবার থেকে বড় পরিবর্তন আনা হলো।