শোভন গায়েন। কলকাতা সারাদিন।
‘এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই, হ্যাঁ কি না? এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল সঙ্গে সঙ্গে।’ এভাবেই দুর্গাপুরে যে গণধর্ষণের অভিযোগ উঠেছে সেই ঘটনায় অভিযুক্তদের যোগী আদিত্যনাথ মডেলে এনকাউন্টার করে দেওয়ার স্বপক্ষে সুর চড়ালেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এমন নৃশংস ঘটনায় কমিশন নীরব কেন? রাজ্যের নারীরা নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন, অথচ সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। দুর্গাপুরের ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতি চাইছি। আমাদের সবাই পথে নামবে। নারী সুরক্ষা নিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে এসেছি, ভবিষ্যতেও করব। বাংলার মা–বোনরা ঐক্যবদ্ধ হোন। বাংলায় কোনও মহিলা সুরক্ষিত নন। মা–বোনরা দেবী দুর্গার ভূমিকা নিন।’ দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগের পাশাপাশি, জলপাইগুড়ির রাজগঞ্জে ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। নির্যাতিতা সেই নাবালিকার বাবার ভিডিও বার্তাও শোনান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, জলপাইগুড়ির জেলার রাজগঞ্জে একটি রাজবংশী পরিবারে ক্লাস সেভেনের ছাত্রী, বয়স ১৩ বছর। তাকে ধর্ষণ করে, তার যে ক্ষতি করেছেন। এই ব্যক্তির নাম ডালিম মহম্মদ। এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই, হ্যাঁ কি না? এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল সঙ্গে সঙ্গে।’ তিনি চান, পশ্চিমবঙ্গও অনুসরণ করুক উত্তরপ্রদেশকে। যোগী আদিত্যনাথের মডেলে শাস্তি দেওয়া হোক অভিযুক্তদের।
শুভেন্দু দাবি করেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তনী করাই একমাত্র রাস্তা। না–হলে কামদুনি থেকে দুর্গাপুর, এ ধরনের ঘটনা চলতেই থাকবে।’ এরপরই শুভেন্দুর সংযোজন ‘উত্তরপ্রদেশ মডেল হওয়া উচিত। আমি বলব, জমা নিয়েই খরচ করা উচিত। ধর তক্তা মার পেরেক। যা বোঝার বুঝে নিন। আমাদের ক্ষমতায় আনুন, যা করার করে দেখাব।’

এদিকে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি দুর্গাপুরের গণধর্ষণ ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন। এক্স-একটি পোস্ট করে তিনি বলেন, ‘এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেন।’ মুখ্যমন্ত্রী আরও জানান, তার সরকার নির্যাতিতার পরিবারের পাশে রয়েছে এবং প্রয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সমন্বয় রেখে সবরকমের সহযোগিতা করবে।