সুমন তরফদার। কলকাতা সারাদিন।
কয়েকদিন আগেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ১০ লক্ষ কন্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল বিজেপির মধ্যে সনাতনীদের উদ্যোগে। তার পাল্টা এবারে ১০ লক্ষ মানুষের সমাবেশ করার হুঁশিয়ারি দিলেন বিদ্রোহী তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। গত মাস এই মুর্শিদাবাদের ভরতপুরে কোরান পাঠের মাধ্যমে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ঘোষণা করেছিলেন এই মসজিদের নাম হবে বাবরি মসজিদ। সেই নিয়ে বিতর্ক কম হয়নি। তার মাঝেই এবারের ব্রিগেডে নতুন কর্মসূচির জন্য পরিদর্শন করলেন তিনি।
ইতিমধ্যেই ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন রাজনৈতিক দলের ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। সেই দলের উদ্যোগেই সভা করবেন বলে সোমবার ব্রিগেড গ্রাউন্ড পরিদর্শন করতে কলকাতায় এসেছিলেন তিনি। সেখানে বিক্ষোভের মুখেও পড়তে হয় তাঁকে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর জানান, এদিনই মসজিদ নির্মাণকারী সংস্থার সঙ্গে কথা বলবেন তিনি। বিধায়ক জানান, বেঙ্গালুরুর এক সংস্থাকে ওই মসজিদ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। আজ, সোমবার সেই সংস্থার কর্তারা কলকাতায় আসছেন, হুমায়ুনের সঙ্গে দেখা করবেন তাঁরা। মঙ্গলবার তাঁরা নির্মাণস্থলে যাবেন।
তিনি আরও জানান, বেলডাঙায় ৩০ বিঘা জায়গা জমি প্রস্তুত করা হয়েছে। সেখানেই হবে মসজিদ। ন্যাশনাল হাইওয়ে থেকে ৮০ ফুট ছেড়ে মূল নির্মাণ তৈরি হবে। সয়েল টেস্ট করার পরই শুরু হবে কাজ। তার আগে এক লক্ষ কন্ঠে কোরানপাঠ করা হবে বলেও জানিয়েছেন হুমায়ুন কবীর। আগামী ১৫ ফেব্রুয়ারির আগে কাজ শুরু হবে বলেও জানান তিনি। একইসঙ্গে হুমায়ুন আরও জানিয়েছেন, তিনি যে ১৩৫টি আসনে প্রার্থী দেওয়ার কথা বলেছিলেন, সেটা বাড়িয়ে ১৮২ আসনে প্রার্থী দেওয়া হবে। ১০ লক্ষ লোকের উপস্থিতিতে ব্রিগেড সমাবেশের আয়োজন করতে চলেছেন হুমায়ুন। জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারিতে ব্রিগেড সমাবেশ হবে বলে তিনি দাবি করেছেন।
ব্রিগেডে সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে এসে তৃণমূল সমর্থকদের তীব্র বিক্ষোভের মুখে পড়লেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। বিক্ষুব্ধরা তাঁকে লক্ষ্য করে ‘বিজেপির চামচা’ বলে কটূক্তি করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই ঘটনাকে তৃণমূলের ‘ভীতি’ বলে কটাক্ষ করেছেন ভরতপুরের এই বিধায়ক। বিক্ষোভের পাল্টা জবাবে হুমায়ুন কবীর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কলকাতা কারও বাবার সম্পত্তি নয়, ব্রিগেড সমাবেশ হবেই।’