সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
চ্যালেঞ্জটা ছিল মাত্র ৮ মিনিটের মধ্যে ২০০ অংক কষে দেখানোর। আর সেই লড়াইয়ে বিশ্বের ৩০ দেশের থেকে আশা প্রতিযোগীদের চোখে চোখ রেখে লড়াই করে দুর্দান্ত সাফল্যের নজির তৈরি করল ভারত বর্ষ।
আর ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় অংকে নিজেদের প্রতিভার স্ফূরণ দেখিয়ে সাফল্যের নয়া নজির তৈরি করল বাংলার প্রতিযোগীরা।
২০২৪ সালের ইউসিএমএএস আন্তর্জাতিক প্রতিযোগিতা (গ্লোবাল মেন্টাল ম্যাথ প্রতিযোগিতা) অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। প্রায় ৬,০০০ প্রতিযোগী ৩০টিরও বেশি দেশ থেকে অংশগ্রহণ করে মানসিক গাণিতিক দক্ষতা ও মেধার উদযাপন করেছে। বিশিষ্ট অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই প্রতিযোগিতা শিক্ষা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে।
পশ্চিমবঙ্গ থেকে ২০৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এবং এর মধ্যে ১৫৩ জন বিজয়ী হয়েছেন। এই বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন, ১ম, ২য় ও ৩য় রানারআপ অন্তর্ভুক্ত রয়েছে। বিজয়ীদের নগদ পুরস্কার, ট্রফি ও শংসাপত্র প্রদান করা হয়। আন্তর্জাতিক মঞ্চে এই শিশু-কিশোররা পশ্চিমবঙ্গের গৌরব বাড়িয়েছে।
সোনারপুরের মাত্র ৬ বছর বয়সী সপ্তপর্ণী মন্ডল এর আগে পশ্চিমবঙ্গ রাজ্য স্তরের মেন্টাল ম্যাথ বা অ্যাবাকাস প্রতিযোগিতায় প্রথম রানার আপ বা দ্বিতীয় হয়ে নজর কেড়েছিল। এবারে অ্যাবাকাস ওয়ার্ল্ড কাপ বা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতাতেও থার্ড রানার আপ হয়ে উজ্জ্বল করেছে বাংলার মুখ।
ইউসিএমএএসের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডঃ ডিনো ওয়ং বলেন, “এই প্রতিযোগিতা আন্তর্জাতিক সহযোগিতার চেতনাকে এবং তরুণ মেধার অসীম সম্ভাবনাকে তুলে ধরে।”
ইউসিএমএএস ইন্ডিয়ার সিইও এবং এই বছরের প্রতিযোগিতার আয়োজক ডঃ স্নেহাল কারিয়া বলেন, “এই প্রতিযোগিতায় ভারতের অসাধারণ সাফল্য আমাদের ছাত্রদের পরিশ্রম ও তাদের পরিবার এবং পরামর্শকদের অক্লান্ত সমর্থনেরপরিচায়ক।”