প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।
আধার কার্ড (Aadhaar Card) এখন আর কেবল কারও পরিচয়পত্র নয়। সরকারি পরিষেবা থেকে ব্যাঙ্কিং (Banking) লেনদেনে সবেতেই কাজে লাগে এই কার্ড। তাই দেশবাসীর কাছে এই কার্ডের গুরুত্ব অপরিসীম। মনে রাখবেন, আধার কার্ড আপডেটের জন্য টাকা লাগে। জানেন কোন বয়সের জন্য কত টাকা লাগে আধার কার্ডে ?
কত ধরনের আধার কার্ড রয়েছে
দেশের জনসংখ্যা বোঝার জন্য বর্তমানে দুটি পৃথক বিভাগে আধার কার্ডকে ভাগ করা হয়েছে। প্রথম বিভাগে রয়েছে প্রাপ্তবয়স্করা। যাদের রেগুলার বা সাধারণ আধার কার্ড দেওয়া হয়। দ্বিতীয় বিভাগটি পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য তৈরি করা হয়েছে। এই ধরনের আধার কার্ডকে বাল আধার বা নীল আধার কার্ড বলে।
কোন বয়সে কোন আধার কার্ড
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) বলেছে, আধার তালিকাভুক্তি এবং আপগ্রেডেশনের জন্য বিভিন্ন ফর্ম 18 বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্ক বাসিন্দাদের জন্য দেওয়া হবে। এ ছাড়া 0-5 এবং 5-18 বয়সের শিশুদের জন্য আলাদা আধার আপডেট রয়েছে।
কাদের জন্য কত টাকা
আপনার সন্তানের বাল আধার কার্ড বায়োমেট্রিক্স আপগ্রেড করতে পারবেন বিনামূল্যেই। এর জন্য টাকা লাগে না। বায়োমেট্রিক্স ডেটা, যেমন আঙুলের ছাপ, আইরিস স্ক্যান এবং ফটো, 5 থেকে 7 বছর বয়সের মধ্যে এবং 15 থেকে 17 বছরের মধ্যে একবার বিনামূল্যে আপডেট করা যেতে পারে। যদি এই বয়সের বাইর কোনও ব্যক্তি আদার আপডেট করতে চান তাহলে তাকে 100 টাকা ফি দিতে হবে।
শিশুর বয়স 5 বছর বা তার বেশি হলে বাল আধার আপডেট করা দরকার, কারণ UIDAI নিয়ম অনুসারে বায়োমেট্রিক্স ডেটা সংগ্রহ করা হয়নি। জনসংখ্যা সংক্রান্ত আপডেটের মধ্যে একজন নথিভুক্ত সদস্যের নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ঠিকানা, সেল ফোন নম্বর, বা ইমেল ঠিকানা, বা এইগুলির যেকোনও পরিবর্তন অন্তর্ভুক্ত থাকে। একটি বায়োমেট্রিক আপডেট হিসাবে একই সময়ে করা হলে, এটি বিনামূল্যে. আলাদাভাবে করা হলে 50 টাকা চার্জ করা হবে।
শিশুদের আধার কার্ড পেতে
এই ক্ষেত্রে অভিভাবকদের অবশ্যই তাদের সন্তানের সাথে নিকটবর্তী আধার তালিকাভুক্তি কেন্দ্রে যেতে হবে এবং তাদের নিজস্ব আধার কার্ড উপস্থাপন করতে হবে।আধার তালিকাভুক্তি ফর্মটি পূরণ করে সন্তানের জন্ম শংসাপত্র সংযুক্ত করুন৷ তাদের নিজস্ব আধার নম্বর দিন। যা আপনার সন্তানের আধার নম্বরের সাথে সংযুক্ত হবে৷শিশুর ছবি এনরোলমেন্ট সেন্টারে তোলা হবে। একবার তালিকাভুক্তি সম্পন্ন হলে, কার্ডটি রেজিস্টার্ড ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।