শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারের একটি নতুন ভ্যারিয়ান্ট বাজারে এল। এই চেতকের ভ্যারিয়ান্টের নাম দেওয়া হয়েছে ব্লু ৩২০২ (Bajaj Chetak Scooter)। আগের যত বাজাজ চেতক ভ্যারিয়ান্ট বাজারে (Electric Scooter) ছিল তাদের সবকটির থেকে এই মডেলের দাম অনেকটাই কম। সংস্থার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই স্কুটারে এক চার্জে ১৩৭ কিমি পথ (Bajaj Chetak Blue 3202) যাওয়া যেতে পারে।
বাজাজ চেতক ব্লু ৩২০২-এর দাম কত
ভারতের বাজারে একটি নতুন মডেলের স্কুটার বলা ভাল বৈদ্যুতিন স্কুটার নিয়ে এসেছে বাজাজ চেতক। এই মডেলের নাম ব্লু ৩২০২। এই স্কুটারের এক্স শোরুম দাম রয়েছে দিল্লিতে ১ লাখ ১৫ হাজার টাকা আর কলকাতায় এর দাম ১ লাখ ৩০ হাজার টাকা। বাজাজ চেতকের আরবান ভ্যারিয়ান্টের থেকে এই ব্লু ৩২০২ মডেলের দাম ৮ হাজার টাকা কম। বাজাজ চেতকের প্রিমিয়াম ভ্যারিয়ান্টের এক্স শোরুম দাম রয়েছে ১ লাখ ৪৮ হাজার টাকা।
অন্যান্য স্কুটারের মত বাজাজ স্কুটারের এই মডেলের সঙ্গে দেওয়া হচ্ছে টেকপ্যাক। কিছু দামের বিনিময়ে স্কুটারের সঙ্গে এই টেকপ্যাক কিনে নিলে ইভির মধ্যে আরও অনেক বেশি ফিচার্স পাবেন আপনি।
চেতকের নতুন ভ্যারিয়ান্টে কী ফিচার্স
এই নতুন চেতক ব্লু ৩২০২ মডেলটিতে অথেন্টিক স্পোর্টিং এলইডি হেডল্যাম্প হর্সশ্যু শেপের এলইডি ডিআরএল রয়েছে। এই বৈদ্যুতিন স্কুটারে কানেক্টিভিটি ফিচার্সও রয়েছে। টিএফটি ইনস্ট্রুমেন্ট কনসোল, ইউএসবি চার্জিং পোর্ট, এই ইভি স্কুটারে দেখা যাবে। এই চেতক স্কুটারের রেঞ্জ বাড়ানোর জন্য স্পোর্ট ও ক্রল মোডের সঙ্গে স্কুটারে দেওয়া হয়েছে ইকো মোডও।
প্রতিদ্বন্দ্বিতা বাড়বে বাজারে
বাজাজ চেতক ব্লু ৩২০২ মডেলটি বাজারে এখন পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নামবে অন্যান্য বৈদ্যুতিন স্কুটারের নয়া মডেলের সঙ্গে। অ্যাথার রিজটা, ওলা এস ওয়ান এয়ার, টিভিএস আইকিউব ইত্যাদি মডেলের সঙ্গে প্রতিযোগিতা করবে এই বৈদ্যুতিন স্কুটারটি। ফলে বাজারে বিক্রির দিক থেকেও বেশ চাহিদা দেখা যাবে।
বুকিং শুরু হয়ে গিয়েছে
বাজাজ অটো ইতিমধ্যেই বৈদ্যুতিন স্কুটারে বুকিং নেওয়া শুরু করে দিয়েছে। মাত্র ২ হাজার টাকা দিয়েই এই বৈদ্যুতিন স্কুটার বুকিং করা যাবে। এই স্কুটারটি বাজারে চারটি রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ব্রুকলিন ব্ল্যাক, সাইবার হোয়াইট, ইন্ডিগো মেটালিক ও ম্যাট কোর্স গ্রে।