বেআইনিভাবে আধার কার্ড তৈরি করার অভিযোগে বুধবার ডোমজুড় থানার পুলিশ ডোমজুড় বিডিও অফিসের পিছন থেকে চারজনকে গ্রেফতার করল। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হল বাঁকড়া নয়াবাজের বাসিন্দা ছোট্টু ভট্টাচার্য, এক্কবরপুরের বাসিন্দা সৌমেন্দ্রনাথ কর, দক্ষিণ ২৪ পরগনার হাসনাবাদের বাসিন্দা আলিফ গাজী এবং ডোমজুড়ের বাসিন্দা কৌশিক চক্রবর্তী। ধৃতদের বৃহস্পতিবার হাওড়া আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে ডোমজুড় বিডিও অফিসের পেছনে বেআইনিভাবে আধার কার্ড তৈরি করছিল ধৃতেরা। অভিযোগ আধার কার্ড তৈরি করার নামে বেআইনি হবে অতিরিক্ত টাকা আদায় করছিল এই যুবকেরা।
সম্প্রতি এই ব্যাপারে ডোমজুড় থানায় অভিযোগ জমা পড়ে। আর এরপরেই পুলিশ তদন্তে নেবে এই চারজনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে আধার কার্ড, ল্যাপটপ, প্রিন্টার মেশিন, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ একাধিক জিনিস উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা কোন প্রয়োজনীয় নথিপত্র এমনকি আধার কার্ড তৈরীর লাইসেন্স দেখাতে পারেনি।