পশ্চিম মেদিনীপুর জেলার চকজ্যোতি এলাকায় বন্যার জলে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা যায় যে কেশপুর ব্লকের বিভিন্ন এলাকা থেকে বন্যার জল নামতে শুরু করেছে। কিন্তু এখনো বেশ কিছু এলাকায় বন্যার জল রয়েছে।
কেশপুর ব্লকের চকজ্যোতি এলাকায় বাড়ির সবার অলক্ষে ওই তিন বছরের শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশে থাকা জলাশয়ে পড়ে যায়। তার পরিবারের লোকেরা প্রতিবেশীদের সাহযোগিতায় তার বাড়ির পাশে থাকা জলাশয় থেকে ওই শিশুর নিথর দেহ উদ্ধার করে। যার ফলে তার পরিবারে ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে কেশপুর থানার পুলিশ ওই গ্রামে গিয়ে বন্যার জলে ডুবে মৃত শিশুর দেহ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। সেই সঙ্গে মৃত শিশুর বাড়িতে গিয়ে তার পরিবার বর্গ কে সমবেদনা জানান কেশপুর ব্লকের বিডিও, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গরাই, তৃণমূল কংগ্রেসের কেশপুর ব্লকের সভাপতি প্রদ্যুৎ পাঁজা সহ অন্যান্যরা।
উল্লেখ করা যায় যে কয়েক দিন আগে কেশপুর ব্লকের জগন্নাথপুর এলাকায় বন্যার জলে ডুবে দশ বছরের এক নাবালক এর মৃত্যু হয়েছিল। যার ফলে কেশপুর ব্লকে চলতি বন্যায় দুই জনের মৃত্যুর ঘটনা ঘটায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।