সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
দল বিরোধী কার্যকলাপে লিপ্ত। এই অভিযোগে ছাত্রনেত্রী রাজন্যা হালদার ও প্রান্তিক চক্রবর্তীকে সাসপেন্ড করল তৃণমূল। এদিন রাতে এক প্রেস বিবৃতিতে একথা জানিয়েছেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।
আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়াকে খুন এবং ধর্ষণের ঘটনায় যখন বাংলার পাশাপাশি গোটা দেশ তোলপাড় হচ্ছে, সেই সময় তিলোত্তমার ধর্ষণ কাণ্ড নিয়ে রীতিমতো সিনেমা বানিয়ে ফেলেছেন তৃনমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি প্রান্তিক চক্রবর্তী ও যাদবপুর ডায়মন্ড হারবার জেলা তৃনমূল ছাত্র পরিষদের সহসভাপতি রাজন্যা হালদার।
এই ছবিতে নায়িকা রাজন্যা হালদার নিজেই।
আরজি কর নিয়ে তৈরি শর্ট ফিল্মের সঙ্গে দলের যে কোনও সম্পর্ক নেই, এদিন সন্ধেই টুইট করে পরিষ্কারভাবে একথা জানিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। টুইটে কুণালও এও জানিয়েছেন, ‘দল এবিষয়ে কিছুই জানত না। যে বা যারা এর সঙ্গে জড়িত, খতিয়ে দেখে, কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বকে বলা হয়েছে।’
নির্যাতিতার বিচারের দাবি জানিয়ে কুণাল লিখেছেন, “এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী।”
পুজোর ঠিক প্রাককালে মহালয়ার দিন মুক্তি পাবে রাজন্যা হালদার অভিনীত আগমনী তিলোত্তমাদের গল্প। কিন্তু সেই ছবির পোস্টার প্রকাশ্যে আসার পরই শুরু হয়ে গিয়েছে নিন্দার ঝড়। যেখানে এখনও বিচার অধরা, যেখানে এখনও একটা গোটা শহর আরজি করের নির্যাতিতার বিচারের আসায় দিন গুনছে, তখন এমন কোনও জিনিস কেউ ভালো ভাবে মোটেই দেখছেন না। বিশেষ করে জিনিসটা এখনও বিচারাধীন সেটা নিয়ে এভাবে ছবি করায় অনেকেই ক্ষুব্ধ।
আগেই জানা গিয়েছিল আরজি কর কাণ্ড নিয়ে আসছে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী রাজন্যা হালদার। ছবিটির পরিচালনাও করেছেন তৃণমূল কংগ্রেসের এক নেতা প্রান্তিক চক্রবর্তী। এদিন সকালে ছবিটির পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় সমালোচনার ঝড়। অনেকেই লেখেন, ‘একটা বিচারাধীন বিষয় নিয়ে যখন সবার সামনে আলোচনা করা যায় না, এমনকি লাইভ স্ট্রিমিং, ভিডিয়োগ্রাফি সবেতেই উত্তর আসে ‘না’ – তখন সেই বিষয়ে আদ্যোপান্ত ‘নাম’ নিয়ে কিভাবে তৈরি হয় সিনেমা!এতটা দুঃসাহস হয় কিভাবে?’ কেউ আবার লেখেন, ‘মোড় ঘোরাতে ওস্তাদ। রাজন্যা ডাক্তার! আদালতে বিচারাধীন বিষয়ে সিনেমা!’
২০২৩ সালে একুশের জুলাইয়ের শহিদ মঞ্চে ভাষণ দিতে উঠে সকলের নজর কেড়েছিলেন টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার।