শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকস গোষ্ঠীকে শক্ত হুঁশিয়ারি দিয়েছেন।ট্রাম্প জানিয়েছেন, যদি ব্রিকস গোষ্ঠী (যার সদস্য দেশগুলির মধ্যে ভারত, রাশিয়া, ব্রাজিল, চিন, এবং দক্ষিণ আফ্রিকা রয়েছে) মার্কিন ডলারের পরিবর্তে অন্য কোন মুদ্রা ব্যবহার করার চেষ্টা করে, তাহলে তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়া হবে।শনিবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘ব্রিকসের দেশগুলি যদি ডলার থেকে মুখ ফিরিয়ে নেয় এবং অন্য কোন মুদ্রা চালু করতে চায়, তবে তা আমরা আর সহ্য করব না।
তাদের আমাদের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে তারা নতুন কোন মুদ্রা চালু করবে না, অথবা আমেরিকার ডলারকে বাদ দেওয়ার পক্ষে সওয়াল করবে না অন্যথায়, তাদের আমাদের অর্থনীতিতে নিজেদের পণ্য বিক্রি করার সুযোগ হারাতে হবে।’
উল্লেখ্য, ব্রিকস গোষ্ঠী একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা, যার মধ্যে রয়েছে ভারত, রাশিয়া, ব্রাজিল, চিন এবং দক্ষিণ আফ্রিকা। যদিও গোষ্ঠীটি মূলত আমেরিকার অংশ নয়, তবে কয়েকটি দেশ, বিশেষত রাশিয়া ও চিন, মার্কিন ডলারের বিকল্প হিসেবে নিজেদের মুদ্রা বা একটি যৌথ নতুন মুদ্রা চালু করার পক্ষে সওয়াল করেছে। ২০২৩ সালের দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে ব্রাজিল একটি নতুন সাধারণ মুদ্রার প্রস্তাব দিয়েছিল। তবে ভারত এ ধরনের পদক্ষেপে সামিল হয়নি। ভারত স্পষ্টভাবে জানিয়েছে, তারা মার্কিন ডলারের পরিবর্তে অন্য কোন মুদ্রা ব্যবহারের পক্ষে নয়।ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগে এই মন্তব্য করেছিলেন।তিনি আরো বলেন, ‘যে দেশ ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করার চেষ্টা করবে, তাদের আমেরিকার বাজারে প্রবেশ করতে সমস্যা হবে।’
অপরদিকে ব্রিকস গোষ্ঠী কিংবা ভারত এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি। তবে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর গত অক্টোবরে স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারত কখনোই সক্রিয়ভাবে ডলারকে লক্ষ্যবস্তু করেনি এবং তাদের অর্থনৈতিক বা রাজনৈতিক নীতি কখনও মার্কিন ডলারের বিকল্প খোঁজার পক্ষে নয়।
তিনি বলেন, ‘আমরা শুধু আমাদের বাণিজ্যিক সম্পর্কের জন্য উপযুক্ত উপায় খুঁজছি।’ ট্রাম্পের এই হুঁশিয়ারি আন্তর্জাতিক বাণিজ্যে এক নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে ও ব্রিকস গোষ্ঠী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে।