খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাবা বসালো চোরের দল। ৪ হাজার পুলিশের নাকের ডগা দিয়ে গায়েব হলে গেল ১২ লাখ টাকার জিনিস। চুরি যাওয়া সামগ্রীর তালিকায় আই ফোন, চোনার চেন, ঘড়ি থেকে ইয়ার বাড- কি নেই! বৃহস্পতিবার মুম্বাইয়ের আজাদ ময়দানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীপদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন অজিত পাওয়ার, একনাথ শিন্ডে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহের মত ভিভিআইপি-রা।
ছিলেন বলিউডের এক ঝাঁক তারকা। নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তার জন্য মুম্বাই পুলিশের ৪ হাজার কর্মী মোতায়েন ছিলেন। দায়িত্বে ছিলেন সিনিয়র আইপিএস-রা। কিন্তু তার মধ্যেই বিপত্তি। সূত্রের খবর, শুক্রবার সকাল থেকে রবিবার সকালের মধ্যে অন্তত ৭০ টি চুরির অভিযোগ জমা পড়েছে। সব-ই আজাদ ময়দান থেকে চুরির অভিযোগ।
পুলিশের দাবি, ২ নম্বর গেট থেকে বেশীরভাগ চুরির ঘটনা ঘটেছে। একটা বড় দল সুপরিকল্পিত ভাবে দামী জিনিস গায়েব করেছে। যদিও কারা তারা, সে ব্যাপারে পুলিশ অন্ধকারে। প্রশ্ন উঠছে এত বড় অনুষ্ঠানে যে চোরের দল ফাঁদ পাতবে তা কি জানত না মুম্বাই পুলিশ, তাহলে কেন আগাম ব্যবস্থা নেওয়া হল না। যদিও পুলিশের সাফাই নিরাপত্তায় গাফিলতি ছিল না।
২ নম্বর গেট দিয়ে এক সঙ্গে হাজার হাজার লোক ভেতরে ঢুকছিলেন। সেই সুযোগেই চুরি হয়েছে। চুরির কাজে মহিলা এবং শিশুদের ব্যবহার করা হয়ে থাকতে পারে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে গোটা ঘটনায় ভাজপা জোটকে খোঁচা দিয়ে বিরোধীদের বক্তব্য, এত দিন তো ওদের সরকার ছিল, আবার ওদের শপথ গ্রহণেই চুরি হচ্ছে বোঝা যাচ্ছে আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সামনেই চোরেরা ঘুরে বেড়াচ্ছে অবাধে চুরি করছে!