শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
নভেম্বরেই লঞ্চ হয়েছে Maruti Dzire 2024। দূর্দান্ত সব ফিচার রয়েছে এতে। ডিজাইনও চমৎকার। তবে দাম এক্টু বেশি। তবে বাজেট ৮ লাখ টাকার কম হলেও চিন্তার কিছু নেই। নতুন Dzire-এর সবচেয়ে সস্তা মডেলের হদিশ রইল এখানে।
নতুন Dzire-এর সবচেয়ে সস্তা মডেলটিতে সব ফিচার নেই। তবে দূর্দান্ত স্টাইলিশ ডিজাইন আর উন্নত সুরক্ষা ব্যবস্থা ফিচারের ঘাটতি ঢেকে দেবে অনায়াসে।
এই মডেলটি ৫ স্টার সেফটি রেটিং পেয়েছে। নিজের এবং পরিবারের সুরক্ষা নিয়ে চিন্তা করতে হবে না।
Dzire-এর ভেরিয়েন্ট: Maruti Suzuki Dzire-এর কমপ্যাক্ট সেডান ৪টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। সেগুলি হল – LXi, VXi, ZXi এবং ZXi Plus। পেট্রোল এবং সিএনজি, দু’রকম অপশনই রয়েছে। গ্রাহক তাঁর পছন্দ মতো বেছে নিতে পারবেন। এছাড়া ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশনের অপশনও পাচ্ছেন গ্রাহক।
সবচেয়ে সস্তা মডেলের দাম কত: Maruti Suzuki Dzire 2024-এর সবচেয়ে সস্তা ভেরিয়েন্টটি হল LXi (ম্যানুয়াল)। এর দাম ৬.৭৯ লক্ষ টাকা। অন্যান্য মডেলের তুলনায় দাম অনেকটাই কম। আর টপ মডেলের দাম ১০.১৪ লক্ষ টাকা (এক্স শো রুম)।
নতুন Dzire 2024-এর স্পেশাল ফিচার: Maruti Dzire 2024-এ গ্রাহকদের জন্য রয়েছে একটি 1.2 লিটার Z সিরিজ পেট্রোল ইঞ্জিন, যা 5,700 rpm-এ 82 bhp পাওয়ার এবং 4,300 rpm-এ 112 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। এর ইঞ্জিন ৫ স্পিড ম্যানুয়াল বা ৫ স্পিড AMT গিয়ারবক্স দু’রকম অপশনে পাওয়া যাচ্ছে।
এছাড়াও এতে রয়েছে, LED ক্রিস্টাল ভিশন হেডল্যাম্পস এবং LED DRLs, LED রিয়ার কম্বিনেশন ল্যাম্পস, ১৫ ইঞ্চি অ্যালয় হুইল, শার্ক ফিন অ্যান্টেনা, ৯ ইঞ্চি SmartPlay Pro+ ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো, Arkamys Surround Sense অডিও সিস্টেম, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, অটোমেটিক এসি, ক্রুজ কন্ট্রোল, ইলেকট্রিক সানরুফ, রিয়ার এসি ভেন্টস, রিয়ার আর্মরেস্ট এবং আরও অনেক কিছু।
মাইলেজ: Maruti Dzire 22024-এর পেট্রোল মডেল এক লিটার তেলে ২৫ থেকে ২৬ কিমি পথ অতিক্রম করতে পারে। আর সিএনজি মডেল এক কেজিতে পাড়ি দেয় ৩৩ কিমি পথ। অন্যান্য মডেলের সঙ্গে তুলনা করলে এর মাইলেজ যথেষ্ট ভাল।
সুরক্ষা ফিচার: নতুন Dzire 2024-এ শক্তিশালী স্ট্যান্ডার্ড সুরক্ষা ব্যবস্থা রয়েছে। দেওয়া হয়েছে ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল (ESC)। পথচারীদের সুরক্ষার দিকটিও মাথায় রাখা হয়েছে। এছাড়াও, এই গাড়িটি গ্লোবাল NCAP টেস্টে ৫ স্টার রেটিং পেয়েছে। অর্থাৎ যাঁরা সুরক্ষাকে বেশি গুরুত্ব দেন, তাঁদের জন্য Maruti Dzire 2024 আদর্শ।